
নারী ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে এগিয়ে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।ইতিমধ্যে অপরাজিত থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গতকাল বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে তারা সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে।পয়েন্ট টেবিলে এখন দলগুলোর অবস্থান এমন
অস্ট্রেলিয়া-৯ পয়েন্ট-নেট রান রেট +১.৮১৮
টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। ভারতের বিপক্ষে ৩৩১ রানের বিশাল টার্গেট তাড়া করে জয় দলটিকে আরও আত্মবিশ্বাসী করেছে। অধিনায়ক অ্যালিসা হিলির টানা দুই সেঞ্চুরিতে তারা এখন শিরোপার সবচেয়ে বড় দাবিদার।
ইংল্যান্ড-৭ পয়েন্ট-নেট রান রেট +১.৮৬৪
দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত না হলে তারা হয়তো ইতিমধ্যেই সেমিফাইনালে থাকত। পরের তিন ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা-৬ পয়েন্ট-নেট রান রেট -০.৬১৮
প্রথম ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ড, ভারত ও বাংলাদেশকে হারিয়ে টেবিলের তৃতীয় স্থানে তারা। তাজমিন ব্রিটস, লোরা উলভার্ট ও নাদিন ডি ক্লার্ক দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ভারত-৪ পয়েন্ট-নেট রান রেট +০.৬৮২
আয়োজক ভারত জিতেছে দুটি ম্যাচ, হেরেছে দুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও স্মৃতি মন্ধানা ও রিচা ঘোষদের ব্যাটিং পারফরম্যান্সে আশা জাগিয়েছে দলটি।
নিউজিল্যান্ড-৩ পয়েন্ট-নেট রান রেট -০.২৪৫
বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে ফিরলেও বৃষ্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হয়। সেমিফাইনালে যেতে হলে পরের তিন ম্যাচে জিততেই হবে তাদের।
বাংলাদেশ-২ পয়েন্ট-নেট রান রেট -০.৬৭৬
পাকিস্তানের বিপক্ষে জয়ে দারুণ শুরু করলেও এরপর টানা চার ম্যাচে হেরে পিছিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতাই বড় কারণ।
শ্রীলঙ্কা-২ পয়েন্ট-নেট রান রেট -১.৫২৬
এখনও জয়ের দেখা নেই। দুটি পয়েন্ট এসেছে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায়।
পাকিস্তান-১ পয়েন্ট-নেট রান রেট -১.৮৮৭
একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। সেমিফাইনালের আশা এখন প্রায় শেষ।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/টিএ
