ফুটবল ম্যাচ মানেই দুই দলের মধ্যে খেলোয়াড়দের মধ্যে বল দখলের লড়াই। তবে এই বল দখলের খেলায় নেমে অনেক সময় ধস্তাধস্তিতে জড়ায় দুই দলের খেলোয়াড়েরা। তবে এমনই এক ধস্তাধস্তি এবার রূপ নিল তুমুল সংঘর্ষে। দুই দলের মধ্যে তুমুল সংঘর্ষে ফুটবল মাঠ রূপ নেয় রণক্ষেত্রে। যে কারণে এক ম্যাচে ১৭টা লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে।
এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলিভিয়ার বার্ষিক কাপ প্রতিযোগিতা কোপা বলিভিয়ায়। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগের ম্যাচে স্বাগতিক রিয়াল অরুরোর মুখোমুখি হয় ব্লুমিং। আর ম্যাচশেষেই তুমুল সংঘর্ষে জড়ায় দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল ব্লুমিং। এরপর ফিরতি লেগ খেলতে গিয়ে রিয়াল অরুরো মাঠে ২-২ গোলে ড্র করে তারা। দুই লেগ মিলিয়ে ১ গোলে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত হয় ব্লুমিংয়ের।
তবে ফলাফল মেনে নিতে পারেনি স্বাগতিক দল। রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠ হয়ে ওঠে রণক্ষেত্র। ব্লুমিংয়ের খেলোয়াড় ও কোচিং স্টাফদের ওপর চড়াও হন রিয়াল অরুরোর খেলোয়াড় ও স্টাফের সদস্যরা। এরপরই শুরু হয় দুই দলের মারামারি। তাদের মারামারি থামাতে এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন।
অফিশিয়াল সম্প্রচারকদের ফুটেজ বিশ্লেষণ করে বলিভিয়ার সংবাদমাধ্যম ‘এল পোতোসি’ জানিয়েছে, সবকিছুর শুরুটা করেন রিয়াল অরুরোর খেলোয়াড় সেবাস্তিয়ান জেবালোস। প্রতিপক্ষ এক খেলোয়াড়ের ওপর চড়াও হন তিনি। এরপর ব্লুমিংয়ের খেলোয়াড়েরা তাকে থামানোর চেষ্টা করেন। আরেক খেলোয়াড় হুলিও ভিলা ঘুষি মারেন ব্লুমিংয়ের এক খেলোয়াড়কে। এছাড়া দলটির কোচ মার্সেলো রোবলেদোও বলিভিয়া জাতীয় দলের এক অফিশিয়ালের সঙ্গে ঝামেলায় জড়ান।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একে একে অন্যান্যরা ছুটে আসেন এবং দুই দলের খেলোয়াড়, কোচ ও কোচিং স্টাফের কর্মকর্তাদের মধ্যে ঘুষি, লাথি, ধাওয়া-পাল্টা ধাওয়া চলে থাকে। এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশ মাঠে ঢুকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন।
এই ঘটনায় ১৭ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে, ব্লুমিংয়ের ৭ জন ও অরুরোর ৪ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। এছাড়া দুই দলের কোচিং স্টাফ থেকে ৩ জন করে মোট ৬ জনকে লাল কার্ড দেখান রেফারি।
তবে এই ঘটনায় আহত হয়েছেন রিয়াল অরুরোর কোচ মার্সেলো রোবলেদো। বলিভিয়ান এক সংবাদমাধ্যম জানিয়েছে, রোবলেদো কাঁধে আঘাত পেয়েছেন। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/বিটি