
বিশ্ব ক্রিকেটে সবকিছু ছাপিয়ে আলোচনার শীর্ষে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। গতকাল (৪ জুলাই) ওভাল টেস্টের শেষ মুহূর্তের নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। চার টেস্ট শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত, শেষ ম্যাচে ৬ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয়। তাতে ২-২ ব্যবধানে ড্র হয় সিরিজটি এবং অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ভাগাভাগি করে নেয় দুই দল।
এই সিরিজে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমানে সমানে লড়াই হয়েছে। ফলে বেশকিছু রেকর্ডও তৈরি হয়েছে। এক সিরিজের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড, সিরিজের পাঁচ টেস্টই পাঁচ দিনে গড়ানোসহ বেশকিছু ব্যক্তিগত রেকর্ডও হয়েছে। কিন্তু মাত্র ২০ রানের জন্য ছোঁয়া হয়নি এক সিরিজে সর্বাধিক রান তোলার রেকর্ড।
অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের পাঁচ টেস্টের সবগুলো ইনিংস মিলিয়ে ৬ হাজার ৭৩৬ রান হয়েছে। যা এক সিরিজে সর্বাধিক রান তোলার তালিকায় দ্বিতীয়। এই তালিকায় শীর্ষে আছে ১৯৯৩ সালের অ্যাশেজ। যেখানে ৬ টেস্ট মিলিয়ে ৬ হাজার ৬৫৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ব্যাটাররা। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে আর ২০টি রান বেশি হলেই ৩২ বছরের এই পুরোনো রেকর্ড স্পর্শ হতো। তবে ২১ রান করলে এই রেকর্ড ভেঙে সর্বাধিক রান তোলার তালিকায় এককভাবে শীর্ষে উঠে যেত ভারত-ইংল্যান্ডের এই টেস্ট সিরিজ।
১৯৯৩ সালের সেই অ্যাশেজে সেঞ্চুরি এসেছিল ১৩টি। তবে ভারত-ইংল্যান্ডের এই সিরিজে সেঞ্চুরি এসেছে ২১টি, যা যৌথভাবে এক সিরিজের সর্বাধিক সেঞ্চুরি। তবে ফিফটির দিক থেকে এগিয়ে ১৯৯৩ সালের অ্যাশেজ। সেই সিরিজে ফিফটি এসেছিল ৩৭টি, বিপরীতে ভারত-ইংল্যান্ড সিরিজে এসেছে ২৯টি ফিফটি।
এই তালিকায় তৃতীয় স্থানে আছে ১৯২৮-২৯ সালের অ্যাশেজ। যেখানে ৫ টেস্টে রান হয়েছিল ৬ হাজার ৬০৬। এর মধ্যে সেঞ্চুরির ইনিংস ছিল ১৭টি এবং ফিফটি ছিল ২৪টি। চতুর্থ স্থানে আছে ১৯৬৮-৬৯ সালের অস্ট্রেলিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ। ৫ ম্যাচের সেই সিরিজে সবমিলিয়ে রান হয়েছিল ৬ হাজার ৫১৭। যেখানে ১৬টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটির ইনিংস রয়েছে।
এছাড়া তালিকার পঞ্চম স্থানে আছে আরেকটি অ্যাশেজ। ১৯২৪-২৫ সালের অ্যাশেজে ৫ টেস্ট মিলিয়ে রান হয়েছিল ৬ হাজার ৪৬০। এই সিরিজে ১৪টি সেঞ্চুরির পাশাপাশি ২৭টি ফিফটি এসেছিল।
ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৫/বিটি
