Connect with us
ক্রিকেট

ভাঙা হলো না ৭ বছর আগের রেকর্ড, থামলো শান্ত-মুশফিক জুটি

Nazmul Shanto and Mushfiqur Rahim partnership
শান্ত-মুশফিক জুটি। ছবি- ক্রিকইনফো

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দিনের খেলায় মোমেনটাম অনেকটাই নিজেদের দিকে নিয়ে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকা দলকে সেঞ্চুরি উপহার দিয়ে ২৯২ রানে দিনের খেলা শেষ করেন এই দুই টাইগার ক্রিকেটের।

চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিক মিলে ২৪৭ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেছিলেন। শান্ত করেন ১৩৬ এবং মুশফিকের ব্যাট থেকে আসে অপরাজিত ১০৫ রান। দ্বিতীয় দিনে এসেও এই জুটি নিজেদের রান আরো বাড়িয়ে নেবেন এমনটাই প্রত্যাশা ছিল সকলের। এমনকি মুশফিকুর রহিম প্রত্যাশা করেছিলেন ডাবল সেঞ্চুরি করবেন শান্ত।

তবে আজ দ্বিতীয় দিন নিজের নামের পাশে আর মাত্র ১২ রান যোগ করতে পেরেছেন টাইটার অধিনায়ক। এতে অল্পের জন্য তিনি বঞ্চিত হয়েছেন দেড়শ রান। আউট হয়েছেন ১৪৮ রানে। শুধু তাই নয়, ৩ রানের জন্য গড়া হয়নি নতুন রেকর্ড। বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৪ রান গড়ে থামল শান্ত ও মুশফিক জুটি।




আরও পড়ুন:

» বিশ্বমানের ক্রিকেটার না পাওয়ার পেছনে সুপারিশকে দুষছে বিকেএসপি

» ট্রাম্পকে নিজের জার্সি পাঠিয়ে শান্তির বার্তা দিলেন রোনালদো


 

টাইগারদের হয়ে চতুর্থ উইকেটে সর্বোচ্চ ২৬৬ রানের জুটি করেছিলেন মুশফিকুর রহিম ও মমিনুল হক। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড করেছিলেন তারা। তবে খুব কাছে গিয়েও সাত বছর আগের পুরানো সেই রেকর্ড ভাঙ্গা হলো না মুশফিক ও শান্তর। তবে সব মিলিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসের ষষ্ঠ বড় জুটি গড়েছেন এই দুই ক্রিকেটার।

একই সাথে একটুর জন্য নিজের ব্যক্তিগত এক রেকর্ডও গড়া হয়নি নাজমুল শান্ত। আর মাত্র ১৬ রান করলেই টেস্ট ক্রিকেটে নিজের সর্বোচ্চ ১৬৩ রানের ইনিংস টোপকে যেতে পারতেন তিনি। এদিকে শান্ত ফিরে গেল উইকেটের অপরপ্রান্তে টিকে আছেন মুশফিক। তাকে সঙ্গ দিতে মাঠে এসেছেন লিটন দাস।

রিপোর্ট করা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ— ১১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৭৮ রান।

ক্রিফোস্পোর্টস/১৮জুন২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট