আজ (রোববার) ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) এমআই এমিরেটসের জার্সিতে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। অভিষেক ম্যাচেই দারুণ সুযোগ থাকলেও সুযোগ কাজে লাগাতে পারলেন না এই বাংলাদেশি অলরাউন্ডার। ধীরগতির ব্যাটিংয়ের জন্য আউট হওয়ার আগেই তাকে তুলে নেয় এমআই এমিরেটস।
শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে এমিরেটস। ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিল এমিরেটস। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও মোহাম্মদ ওয়াসিম দুর্দান্ত শুরু এনে দেন। ২৪ বলে ৩৭ রান করে বেয়ারস্ট্রো সাজঘরে ফিরলে ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ওয়াসিম করেন ৩৯ রান।
তিনে নেমে সুবিধা করতে পারেননি ক্যারিবিয়ান মারকুটে ব্যাটার নিকোলাস পুরান। ১২ বলে করেন ৫ রান। ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে আসেন সাকিব। সিকান্দার রাজার দুটি বল ডট খেলার পর তিন নম্বর ডেলিভারিতে কাট করে বাউন্ডারি মারেন তিনি। পরে রশিদ খানের বলে লফটেড ড্রাইভে কাভার দিয়ে মারেন দ্বিতীয় চার।
এরপর আরও ৬ বল খেলে ৭ রান নেন সাকিব। তবে কোনো বাউন্ডারি মারতে পারেননি। ১৬তম ওভার শেষ হওয়ার পর দেখা যায় বের হয়ে যাচ্ছেন তিনি। ধারাভাষ্য কক্ষ থেকে তখন মাইক হেইসমেন বলেন, সাকিবকে ট্যাকটিক্যাল রিটায়ার্ড আউট করে নিয়েছে এমআই।
সাকিবের জায়গায় নেমে পোলার্ডও সুবিধা করতে পারেননি। প্রথম বলে চার মারলেও দ্বিতীয় বলে ক্যাচ আউট হয়ে যান ক্যারিবিয়ান অলরাউন্ডার।
শেষদিকে রোমারিও শেফার্ড দুর্দান্ত ব্যাটিং করেছেন। শেফার্ডের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর পায় এমিরেটস। শেফার্ড করেন ১০ বলে অপরাজিত ৩১ রান। এছাড়া তাজিন্দার সিং করেন ৮ বলে ১৭ রান।
শারজাহ ওয়ারিয়র্স স্কোয়াডে আছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। তবে পরপর দুই ম্যাচে তাকে বেঞ্চেই রাখল শারজাহ।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/এআই