
নারী বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়েছেন মারুফা আক্তার। ইনসুইংয়ে হয়ে উঠেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে জায়গা মেলেনি এই পেসারের। ভালো পারফরম্যান্স দেখিয়েও কেন একাদশে ছিলেন না, সেটি নিয়ে ছিল জল্পনা। ম্যাচ শেষে কারণ জানালেন অর্ধশতক করা সোবহানা মোস্তারি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মারুফার না খেলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোবহানা মোস্তারি বলেন, (মারুফার না খেলা) এটা ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেনের সিদ্ধান্ত। সে যেভাবে ইনজুরি থেকে ফিরেছে—এক বছর ধরে হাতে ইনজুরড ছিল। সেখান থেকে ভালোভাবে ফিরে এসেছে। হয়তো মনে হয়েছে আজকে তাকে বিশ্রাম দেওয়া উচিত। কারণ, পরের দুই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। সেখানে মারুফাকে ভালোভাবে কাজে লাগাতে পারব। আমাদের স্পিনাররাও ভালো করছে।
গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে ভালো শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তুলেছিল অজিদের বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০ রানও করতে পারেনি বাংলাদেশ। তবে বড় পুঁজি গড়া হয়নি নিগার সুলতানা জ্যোতির দলের। ১৯৮ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে সোবহানা মোস্তারি খেলেন ৬৬ রানের ইনিংস, আর রুবাইদা হায়দার যোগ করেন ৪৪ রান।
অস্ট্রেলিয়ার পারফরম্যান্সের প্রশংসা করে মোস্তারি বলেন, অস্ট্রেলিয়ার ব্যাটাররা অনেক ভালো করেছে। (অ্যালানা) কিং, (জর্জিয়া) ওয়ারহ্যামও দারুণ বল করেছে। টানা উইকেট হারিয়ে ফেলায় স্কোরিং শট খেলতে পারিনি সেভাবে, তাই বেশি রান তোলা সম্ভব হয়নি। ৫ ম্যাচে আমরা ভালো করেছি, যদিও ব্যাটিংটা এখনো প্রত্যাশামতো হচ্ছে না। বোলিং ভালো হচ্ছে। আজও খারাপ হয়নি বোলিং, তবে তারা অনেক ভালো ব্যাট করেছে। আশা করছি, পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসব।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/এনজি
