Connect with us
ক্রিকেট

যে কারণে দলে সাকিবকে মিস করছেন কোচ সালাউদ্দিন

Salahuddin_Shakib
সাকিবকে জাতীয় দলে মিস করছেন সালাউদ্দিন। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অনেকের মতেই তার মতো অলরাউন্ডার বাংলাদেশে দ্বিতীয়টা নেই। কেউ কেউ মেহেদি হাসান মিরাজকে সাকিবের যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করে থাকেন। যদিও এ নিয়ে দ্বিমত রয়েছে অনেকেরই।

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব। গেল বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এরপর আর জাতীয় দলের জার্সিতে ফেরা হয়নি তার।

সম্প্রতি সাকিবের দলে ফেরা নিয়ে নতুন করে আলোচনা চলছে। এরইমাঝে সাকিবকে স্মরণ করলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশসেরা এই কোচের মতে, সাকিব না থাকায় দলে বিলাসিতার সুযোগ নেই। অর্থাৎ সাকিব থাকাকালে একাদশে একজন বাড়তি ব্যাটার কিংবা বোলার নিয়ে খেলতে পারতো বাংলাদেশ। কিন্তু এখন সেই সুযোগ নেই। যে কারণে একাদশ নির্বাচনে কিছুটা বিপাকে পড়ছে টাইগাররা।

আরও পড়ুন:

» আমার এখানে ট্যাগ লেখা নেই যে আমি শুধু কোচ জাতীয় দলের

» বিসিবি চাইলে টেস্ট দলের অধিনায়ক হতে চান তাইজুল 

মঙ্গলবার (১৫ জুলাই) শ্রীলঙ্কায় সংবাদ সম্মেলনে এসে সাকিব প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘সাকিব না থাকায় আমাদের একাদশ নির্বাচনে বিলাসিতার সুযোগ থাকে না। কখনো ব্যাটার শর্টেজ, আবার কখনো বোলার শর্টেজ। সাকিব থাকাকালে বিলাসিতার সুযোগ ছিল। প্রয়োজন অনুযায়ী একজন বাড়তি ব্যাটার বা বোলার খেলাতে পারতাম।’

তিনি আরও বলেন, ‘দলের শক্তি অনুযায়ী আমাদের একাদশ নির্বাচন করতে হয়। ধরুন, আমরা জানি নাসুমকে খেলালে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু তখন হয়ত রিশাদ বা অন্য কাউকে বসাতে হবে। সব দিক ঠিক রেখেই সাজাতে হয়। তবুও চেষ্টা করি সম্ভাব্য সেরা একাদশ খেলানোর।’

উল্লেখ্য, জাতীয় দল থেকে এখনও পুরোপুরি অবসরে যাননি সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও ওয়ানডেতে খেলা চালিয়ে যেতে চান এই অলরাউন্ডার। প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন তিনি। নতুন করে তার জাতীয় দলের ফেরার প্রসঙ্গটি আলোচনায় এসেছে। পুনরায় লাল-সবুজের জার্সিতে তিনি খেলতে পারবেন কি না, এখন সেটাই দেখার বিষয়।

ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট