ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এবার মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য গতকাল (বৃহস্পতিবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই দলে জায়গা হয়নি সৌম্য সরকারের।
লম্বা সময় পর গত আফগানিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন সৌম্য। মূলত লিটন দাস ইনজুরিতে পড়ায় দলে ডাকা হয়েছিল তাকে। তবে ভিসা জটিলতার কারণে আরব আমিরাতে সফর করতে পারেননি তিনি। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলা হয়নি তার।
তবে এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সৌম্যকে রাখা হলেও টি-টোয়েন্টি সিরিজে ডাক পাননি তিনি। সবশেষ সিরিজে ডাক পেয়েছিলেন লিটনের বদলি হিসেবে। তবে লিটন ইনজুরি কাটিয়ে দলে ফেরায় শূন্যস্থানও পূরণ হয়ে গেছে। আর টপ অর্ডারে বাকি ব্যাটাররা সৌম্যর চেয়ে নিয়মিত হওয়ায় তারাই নির্বাচকদের প্রাধান্য পেয়েছেন।
সৌম্যর বাদ পড়ার প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সংবাদমাধ্যমকে বলেন, ‘টপঅর্ডারে যারা নিয়মিত তারাই দলে সুযোগ পেয়েছেন।’
গত কয়েক সিরিজ ধরেই বাংলাদেশের টপ অর্ডারে নিয়মিত তানজিদ তামিম, পারভেজ ইমন এবং তাদের সঙ্গে অধিনায়ক লিটন দাস। সবশেষ এশিয়া কাপ দিয়ে এই তালিকায় যুক্ত হয়েছে নতুন নাম—সাইফ হাসান। বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ব্যাটার। তাছাড়া বাকিরাও দারুণ খেলছেন। তাই লিটনের সঙ্গে জাতীয় দলে তাদের জায়গা অনেকটা পাকাই ছিল।
অন্যদিকে সৌম্য অনেকদিন ধরেই জাতীয় দলে অনিয়মিত। জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সিরিজের দুই ম্যাচে সুযোগ পেয়ে ১০৮ স্ট্রাইক রেটে ৫৪ রান করেছিলেন তিনি। এরপর আর টি-টোয়েন্টি দলে সুযোগ মেলেনি তার।
সবশেষ আফগানিস্তান সিরিজে সুযোগ পেয়েও ভিসা জটিলতার কারণে খেলতে পারেননি। তবে শেষ টি-টোয়েন্টির দল এখনো ঘোষণা করেনি বিসিবি। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে শেষ ম্যাচের দলে পরিবর্তন দেখা যেতে পারে। ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স করেছেন সৌম্য। তাই শেষ ম্যাচের দলে তার ডাক পাওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/বিটি