
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এক দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন পারভেজ হোসেন ইমন। টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন তিনি। তবে সেঞ্চুরির কীর্তি গড়ার পরের ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েছেন এই ওপেনার।
আজ সোমবার (১৯ মে) শারজায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আরব আমিরাত। এই ম্যাচে টাইগার একাদশে জায়গা হয়নি ইমনের। মূলত চোটের কারণে দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন এই বিধ্বংসী ব্যাটার।
বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করার সময়ই পায়ে চোট পেয়েছিলেন ইমন। যে কারণে প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে দেখা যায়নি তাকে। দ্বিতীয় ম্যাচের আগে চোট কাটিয়ে উঠতে না পারায় একাদশ থেকে ছিটকে গেছেন ইমন।
আরও পড়ুন :
» পরবর্তী আসরে আরসিবির সম্ভাব্য তালিকায় বাদ এই চার ক্রিকেটার!
» দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ৪ পরিবর্তন
প্রথম টি-টোয়েন্টিতে ৫৩ বলে সেঞ্চুরি করেন ইমন। তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন ইমন। তবে বাংলাদেশিদের মধ্যে এটাই ছিল সবচেয়ে দ্রুতগতির সেঞ্চুরি। তার বিধ্বংসী এই ইনিংসে ৫ চারের পাশাপাশি রেকর্ড ৯ ছক্কার মার ছিল। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মার ছিল এটি।
এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি ইমনসহ একাদশে মোট চার পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচ খেলে আইপিএল যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। যে কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে না তাকে। এছাড়া শেখ মেহেদি ও হাসান মাহমুদ বাদ পড়েছেন।
এই চার ক্রিকেটারদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। এদের মধ্যে রানার এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/বিটি
