বাংলাদেশ জাতীয় দলের পেস বোলার ও তারকা ক্রিকেটার তানজিম হাসান সাকিব মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেশপ্রেমে ভরা সেই লেখায় তিনি তুলে ধরেছেন স্বাধীনতার জন্য মহান মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সাহস ও অবদান।
স্ট্যাটাসে তানজিম সাকিব লিখেছেন— আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিলো না ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না, কিভাবে যুদ্ধ করতে হবে জানতেন না, তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।

Tanzim Hasan Sakib status
তিনি আরও লিখেছেন, যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন। যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে আমি গর্ব বোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযোদ্ধারা।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলে নিয়মিত মুখ তানজিম সাকিব। মাঠে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি দেশের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের প্রতি তার এমন ভালোবাসাপূর্ণ বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৫/এনজি