Connect with us
ক্রিকেট

খেলার মাঠেই কাবিলাকে উপস্থাপিকার প্রশ্ন– রোকেয়া কেমন আছে

polash and joinab
পলাশকে উপস্থাপিকার প্রশ্ন। ছবি: সংগৃহীত

অনেক জল্পনা-কল্পনা শেষে অবশেষে মাটি গড়াচ্ছে আর বিপিএলের দ্বাদশ আসর। এবারের আসরে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। যুক্ত হয়েই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে নোয়াখালী। একের পর এক দেশি-বিদেশি সাইনিং দিয়ে সকলের নজড় কেড়েছে তারা। এছাড়াও নোয়াখালীর ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করা হয়েছে জিয়াউল হক পলাশ(কাবিলাকে)।

বিপিএলের দ্বাদশ আসর শুরু হয়েছে গত ২৬ জানুয়ারি সিলেট পর্ব দিয়ে। এরই মধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। তবে এখনো কোনো জয়ের দেখা পায়নি তারা। নোয়াখালীর ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে গতকাল সিলেট স্টেডিয়ামে উপস্থিত ছিল অভিনেতা জিয়াউল হক পলাশ। সেখানেই পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপিকা জয়নাব আব্বাসের প্রশ্নের সম্মুখীন হন তিনি। নোয়াখালীর খেলা, দর্শক নিয়ে প্রশ্নের এক পর্যায়ে পলাশকে জিজ্ঞেস করা হয় রোকেয়া কেমন আছে? উপস্থাপিকার এমন প্রশ্নে কিছুটা অবাকই হন পলাশ। তবে উত্তরে তিনি বলেন, রোকেয়া ভালো আছে, সে এখন নোয়াখালীতে আছে। আর ইভা আছে আমেরিকায়।

এছাড়াও নোয়াখালীর সম্ভাবনা নিয়েও কথা বলেছেন পলাশ। তিনি মনে করেন নোয়াখালীর মানুষ এমনিতেই একটু ক্রেজি। খেলাধুলা এবং অন্যান্য আনুসাঙ্গিক বিষয়ে তাদের আকর্ষণ সবসময়ই বেশি থাকে। তিনি আশা করেন নতুন দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেস এবার ভালো কিছুই করবে।



নোয়াখালী দর্শকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নোয়াখালীর সাথে যুক্ত হতে পেরে তিনি খুবই আনন্দিত। সমর্থকদের এভাবে সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। এছাড়া ঢাকা ক্যাপিটালসের সদ্য প্রয়াত কোচ মাহাবুব আলী জাকির মৃত্যুতেও তিনি গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য, জিয়াউল হক পলাশ একজন বিখ্যাত অভিনেতা। সম্প্রতি ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে তিনি খুব আলোচনায় আসেন। সেখানেই তিনি কাবিলা নামক চরিত্রে অভিনয় করেছেন। যেখানে অভিনেত্রী হিসেবে আছেন রোকেয়া ও ইভা। এই সিরিয়ালটি তরুন দর্শক শ্রোতাদের কাছে প্রচুর জনপ্রিয়তা পায়।

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট