Connect with us
ফুটবল

রাতে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, মাঠে নামছে ‘চ্যাম্পিয়ন’ লিভারপুল

Premier League starts tonight
বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। ছবি- সংগৃহীত

প্রিমিয়ার লিগের মধ্যে দিয়ে শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মৌসুম। গত মে মাসের শেষদিকে শেষ হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। আড়াই মাসেরও বেশি সময়ের বিরতির মাঠের গড়াচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। আজ রাত থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ মৌসুমের লড়াই। নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল।

আজ রাতে মৌসুমের প্রথম ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ বোর্নমাউথ। ঘরের মাঠ এনফিল্ডে বোর্নমাউথকে আতিথ্য দেবে রেডসরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। স্টার স্পোর্টস সিলেক্ট ১- এ ম্যাচটি সরাসরি দেখা যাবে।

সবশেষ মৌসুমে আর্সেনালকে ১০ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে শিরোপা ঘরে তুলেছিল লিভারপুল। এটা ছিল ইংল্যান্ডের শীর্ষ লিগে তাদের ২০তম শিরোপা। ২০ শিরোপা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে রেডসরা।



প্রিমিয়ার লিগের গত কয়েকটি মৌসুমে এককভাবে রাজত্ব করেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীনে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ টানা শিরোপা ঘরে তুলেছিল সিটিজেনরা। এরপর ২০১৯-২০ মৌসুমে ইয়ুর্গেন ক্লপের অধীনে সিটিকে ১৮ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে ১৯তম শিরোপা ঘরে তুলেছিল রেডসরা।

পরের চার মৌসুমে ফের এককভাবে রাজত্ব চালায় ম্যানচেস্টার সিটি। গার্দিওলার অধীনে টানা চার মৌসুম শিরোপা জিতেছে এই জায়ান্ট ক্লাবটি। অন্যদিকে ব্যর্থ হয়েছে লিভারপুল। এমনকি ২০২২-২৩ মৌসুমে সেরা চারের বাইরে চলে যায় তারা। এরপর তিনে থেকে ২০২৩-২৪ মৌসুম শেষ করেছিল তারা।

২০২৩-২৪ মৌসুম শেষে রেডসদের অধ্যায়ে ইতি টানের ক্লপ। নতুন মৌসুমে দলের দায়িত্ব নেন আর্নে স্লট। রেডসের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন এই ডাচ কোচ। তবে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির কাছে হেরে রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিতে হয়েছিল সালাহদের। এবার স্লটের অধীনে নতুনভাবে শুরু করবে রেডসরা।

প্রিমিয়ার লিগের এবার আসরে প্রমোশন পেয়েছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্ডারল্যান্ড। আর অবনমিত হয়েছে লেস্টার সিটি, ইপসউইচ ও সাউদাম্পটন।

প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের পাশাপাশি ইউরোপের অন্যান্য শীর্ষ লিগগুলোও শুরু হচ্ছে শিগগিরিই। আজ রাতেই শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ান। এছাড়া জার্মান বুন্দেসলিগা ২২ আগস্ট এবং ইতালিয়ান সিরি আ শুরু হবে ২৩ আগস্ট।

ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল