Connect with us
ক্রিকেট

দুই বছর পিছিয়ে গেল স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত সিরিজ!

Bangladesh-India_Women series
বাংলাদেশ ও ভারতীয় নারী দলের সিরিজ পিছিয়ে গেছে। ছবি- সংগৃহীত

দুই বছরের বেশি সময় পিছিয়ে যাচ্ছে স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত নারী দলের সিরিজ! তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসেই ভারত সফর করার কথা ছিল বাংলাদেশ নারী দলের। কিন্তু মাসখানেক সময় বাকি থাকতে সিরিজটি স্থগিত হয়েছে। ২০২৮ সালের শুরুতে মাঠে গড়াতে পারে এই সিরিজটি।

মূলত ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি স্থগিত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইমেইলের মাধ্যমে সিরিজটি স্থগিতের বিষয়ে জানানো হয়েছে।

স্থগিত হওয়া সিরিজটি কবে মাঠে গড়াবে তা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিসিসিআই ফাঁকা সময়ে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করছে। তবে বিসিবির বিশ্বস্ত সূত্রে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৮ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে পারে এই সিরিজটি!



সিরিজটি দুই বছর পিছিয়ে যাওয়ার মূল কারণ হলো দুই দলের টাইট শিডিউল। আগামী বছর বাইশ গজে অনেক ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। যে কারণে ২০২৬ সালে ভারত সফরের সুযোগ নেই বাংলাদেশের। অন্যদিকে তার পরের বছর ২০২৭ সালে মাঠে ব্যস্ত সময় কাটাবে ভারত।

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, বাংলাদেশ দলের ফাঁকা সময় রয়েছে ২০২৮ সালের শুরুতে। একই বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারতীয় নারী দলও ফাঁকা সময় পার করবে। তাই ২০২৮ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে পারে এই সিরিজটি। অবশ্য এফটিপি অনুযায়ী ২০২৯ পর্যন্ত সময় রয়েছে সিরিজটি আয়োজনের। তাই ২০২৮ সালে আয়োজিত না হলেও আরো সময় পাচ্ছে বিসিসিআই।

এদিকে চলতি বছর ছেলেদের বাংলাদেশ-ভারত সিরিজটিও স্থগিত হয়েছে। এশিয়া কাপের আগে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল টিম ইন্ডিয়ার। তবে সেই সফরটিও স্থগিত করে বিসিসিআই। এই সিরিজটি পিছিয়েছে এক বছর। আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে সূর্যকুমার-শুবমানদের।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট