
জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সহজে জেতা ম্যাচ কঠিন করে শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। আজ (শুক্রবার) মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। আজ জিতেই সিরিজ নিজেদের করে নিতে চান জাকের আলীরা।
সিরিজ জয়ের ম্যাচ বাংলাদেশের একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে বেশকিছু ব্লান্ডার করেছিল বাংলাদেশ। রানতাড়ায় নেমে দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম উদ্বোধনী জুটিতে ১০৯ রান তোলার পর ১১৮ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
মিডল অর্ডারে দায়িত্বহীন ব্যাটিংয়ের কারণে সহজে জেতা ম্যাচ অনেকটা ফসকে গিয়েছিল বাংলাদেশের হাত থেকে। তবে পরবর্তীতে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের অপরাজিত ১৮ বলে ৩৫ রানের জুটিতে জয় তুলে নেয় বাংলাদেশ।
সিরিজ জয়ের ম্যাচে টপ অর্ডারে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আজও তানজিদ ও পারভেজের সঙ্গে একাদশে দেখা যাবে সাইফ হাসানকে। তবে মিডল অর্ডারে এমন ব্যর্থতার পর আসতে পারে পরিবর্তন। আগের ম্যাচে তাওহীদ হৃদয় বাদ পড়েছিলেন। হৃদয় না থাকায় এক ধাপ আগে নেমে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। তবে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন এই উইকেটরক্ষক ব্যাটার।
তবে অধিনায়ক হিসেবে স্বাভাবিকভাবেই আজও একাদশে থাকছেন জাকের। আজ দলে ফিরতে পারেন হৃদয়। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম হোসেন। শেষ ৩ ম্যাচের মধ্যে দুটিতেই ডাক মারেন এই ব্যাটার। সেক্ষেত্রে হৃদয় চারে খেললে জাকেরকে দেখা যাবে পাঁচে। আর ছয়ে থাকবেন সোহান।
আগের ম্যাচে বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল বাংলাদেশ। বোলারদের পারফরম্যান্সে কোনো ঘাটতি ছিল না। তবে স্পিন বিভাগে পরিবর্তন আসার সম্ভাবনা না থাকলেও পেস বিভাগে আসতে পারে পরিবর্তন। স্পিনে রিশাদকে সঙ্গ দেবেন নাসুম। পেস বিভাগে থাকবেন মুস্তাফিজুর ও তানজিম। তবে বাদ পড়তে পারেন তাসকিন। গত ম্যাচে বেশ খরুচে ছিলেন তিনি। তাই আজকের ম্যাচে তাসকিনের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে।
আজ (শুক্রবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/বিটি
