
ইতোমধ্যে শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর পর্ব। নির্ধারণ হয়ে গেছে কোয়ার্টার ফাইনালে খেলা দলগুলোর প্রতিপক্ষ। আগামী শুক্রবার রাতে শুরু হবে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের খেলা। যেখানে আল-হিলালের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে কোয়ার্টারের লড়াই।
গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছিল সুপার সিক্সটিন নকআউট পর্বের বাকি দুই ম্যাচ। যেখানে জুভেন্টাসকে ১-০ গোলে পরাজিত করে শেষ আটে জায়গা করে নিয়েছে এই টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অপরদিকে মন্টেরিকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডর্টমুন্ড।
ক্লাব বিশ্বকাপের সেরা আটে রিয়াল ও ডর্টমুন্ড ছাড়াও উঠেছে পিএসজি, চেলসি, বায়ার্ন মিউনিখ, আল-হিলাল, পালমেইরাস ও ফ্লুমিনেন্স। আগামী ৪ এবং ৫ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালে ম্যাচগুলো। যেখানে প্রথম দিন বাংলাদেশ সময় রাত ১টায় ফ্লুমিনেন্সের বিপক্ষে মাঠে নামবে সৌদি ক্লাব আল-হিলাল।
আরও পড়ুন:
» জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে রিয়াল
» বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচসহ আজকের খেলা (২ জুলাই ২৫)
অপরদিকে, পরবর্তী দিন সকাল ৭টায় পালমেইরাসের মুখোমুখি হবে চেলসি। আর ৫ জুলাই রাত ১০টায় হাই ভোল্টেজ ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলবে পিএসজির বিপক্ষে। আর কোয়ার্টারের শেষ ম্যাচে সেদিন রাত ২টায় ডর্টমুন্ডের বিপরীতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই চার ম্যাচের জয়ী দল উন্নীত হবে সেমিফাইনালে।
ম্যাচ | প্রতিপক্ষ | তারিখ | সময় |
১ম কোয়ার্টার ফাইনাল | আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স | ৪ জুলাই | রাত ১টা |
২য় কোয়ার্টার ফাইনাল | চেলসি বনাম পালমেইরাস | ৫ জুলাই | সকাল ৭টা |
৩য় কোয়ার্টার ফাইনাল | পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ | ৫ জুলাই | রাত ১০টা |
৪র্থ কোয়ার্টার ফাইনাল | রিয়াল মাদ্রিদ বনাম ডর্টমুন্ড | ৫ জুলাই | রাত দুইটা |
চলমান টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৯ এবং ১০ জুলাই রাতে। আর ১৪ জুলাই ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই ক্লাব টুর্নামেন্টের। এদিকে এই ক্লাব বিশ্বকাপ থেকে ইতোমধ্যে ছিটকে গেছে ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির মতো বড় দল। এমনকি লিওনেল মেসির স্বাগতিক ইন্টার মায়ামিও টিকতে পারেনি শেষ পর্যন্ত।
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৫/এফএএস
