Connect with us
ক্রিকেট

বাংলাদেশে আসার আগের দিন দলে বড় পরিবর্তন আনলো নেদারল্যান্ডস

The Netherlands made major changes to their squad a day before arriving in Bangladesh.
নেদারল্যান্ডস দলে বড় পরিবর্তন এসেছে। ছবি- সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল (বুধবার) বাংলাদেশের মাটিতে পা রাখবে নেদারল্যান্ডস। এই সিরিজ সামনে রেখে কয়েকদিন আগেই দল ঘোষণা করেছিল ডাচরা। তবে বাংলাদেশের মাটিতে পা রাখার আগের দিন দলে বড় পরিবর্তন এনেছে সফরকারীরা।

শেষ সময়ে নেদারল্যান্ডস দলে তিন পরিবর্তন এসেছে। চোটের কারণে এই সফর থেকে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। এ ছাড়া ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন স্পিন অলরাউন্ডার সাকিব জুলফিকার।

অবশ্য সাকিব জুলফিকারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন তারই ভাই সিকান্দার জুলফিকার। এই সিরিজের মধ্য দিয়ে ৬ বছর পর জাতীয় দলে ফিরলেন এই পেস বোলিং অলরাউন্ডার। সবশেষ ২০১৯ সালের আগস্টে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছিলেন ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার।



চার বছরেরও বেশি সময় পর দলে ফিরেছেন পেসার সেবাস্টিয়ান ব্রাট। নেদারল্যান্ডসের হয়ে সবশেষ ২০২১ সালের এপ্রিলে নেপালের বিপক্ষে খেলেছিলেন তিনি। তবে এই দলে বড় চমক ১৭ বছর বয়সী সেডরিক ডি লাঙ্গে। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন এই তরুণ। নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-১৯ দলের অন্যতম সেরা পারফর্মার তিনি। এবার জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় এই অলরাউন্ডার।

আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজের প্রতিটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।

নেদারল্যান্ডসের স্কোয়াড—

স্কট এডওয়ার্ড (অধিনায়ক), নোয়াহ ক্রোস, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি লাঙ্গে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্রাট, টিম প্রিঙ্গল।

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট