
গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ডাক পান ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। কিন্তু সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পে নজর কেড়েও ভারত ম্যাচের মূল স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য পুনরায় ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক ক্যাম্পে ফাহমিদুলকে পেতে তার ক্লাব ওলবিয়া কালসিওকে আজ (শুক্রবার) চিঠি পাঠিয়েছিল বাফুফে। বাফুফের চিঠির জবাবে সুখবর দিয়েছে ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ফাহমিদুলের ছুটির বিষয়টি নিশ্চিত করেছে ওলবিয়া কালসিও।
এক বিবৃতিতে ওলবিয়া জানায়, ‘ফাহামিদুলকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে। ৪ জুন প্রীতি ম্যাচ ও ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ক্যাম্পটি হবে।’
সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি বাফুফে। আগামী ৩১ মে থেকে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। তাই খুব শীঘ্রই দল ঘোষণা করবেন হ্যাভিয়ের ক্যাবরেরা।
আরও পড়ুন:
» নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
» শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
এর আগে ফাহমিদুলকে মূল দলে না রাখায় ব্যাপক বিতর্কের জন্ম দেয় ফুটবল অঙ্গনে। তার বাদ পড়ার পেছনে অনেকে ‘সিন্ডিকেট’কে দায়ী করেছিলেন। এমনকি দলে ফেরাতে আন্দোলনেরও ডাক দিয়েছিল দেশের ফুটবল সমর্থকেরা। তবে শেষ পর্যন্ত তাকে ফেরানো হয়নি। তবে ভবিষ্যতের ম্যাচগুলোতে তাকে দলে রাখার বিষয়ে আশ্বাস দিয়েছিলে বাফুফে। আসন্ন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই ভাগ্য খুলতে পারে এই তরুণ ফরোয়ার্ডের।
এদিকে হামজা চৌধুরি এবং সামিত সোমকেও দেখা যাবে এই অনুশীলন ক্যাম্পে। তবে তাদেরকে শুরুর দিকে না পেলেও ক্যাম্প শুরুর পর যত দ্রুত পাওয়া সম্ভব সেই চেষ্টাই করছে বাফুফে। গত মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে হামজার। এবার অভিষেকের অপেক্ষায় সামিত।
আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। দুটো ম্যাচই ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/১৬মে২৫/বিটি
