
সাকিব আল হাসান বোলিং নিষেধাজ্ঞায় ছিলেন দীর্ঘদিন। রাজনৈতিক কারণে আসতে পারেননি দেশে। সবকিছু মিলিয়ে লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন তিনি।
আর ফিরেই লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের শিরোপা জিতে নিয়েছেন সাকিব। টুর্নামেন্টে লাহোরের হয়ে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই টাইগার ক্রিকেটার। যদিও ব্যাট ও বল হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। হয়েছেন ধারাবাহিক ব্যর্থ। তবে দীর্ঘদিন পর মাঠের ফিরতে পেরেই আনন্দিত সাকিব।
We will always be Lahore Qalandars 💚
Hear from the legendary @Sah75official 🗣️ pic.twitter.com/84xJoLT7Byআরও পড়ুন:
— Lahore Qalandars (@lahoreqalandars) May 29, 2025
লাহোরের প্রকাশিত এক ভিডিও বার্তায় দেখা যায় দলটির হয়ে সাকিবকে বিদায়ী বার্তা দিতে, ‘আমি লাহোর কালান্দার্সের অংশ হয়েছি। যদিও আগের দুই শিরোপা জয়ে সাথে ছিলাম না, তবে শেষটিতে অংশ হতে পেরে খুব আনন্দিত। আমরা যেভাবে খেলেছি, তাতে আমি বেশ খুশি এবং গর্বিত।’
আরও পড়ুন:
» মনোনয়ন বাতিল, বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক
» বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ আজকের খেলা (৩০ মে ২৫)
লম্বা সময় পর মাঠে ফেরা নিয়ে তিনি বলেন, ‘হ্যা, এটা আমার জন্য ছোট জার্নি ছিল, তবে আমি খুব উপভোগ করেছি। সামির ভাই ধন্যবাদ, শাহীন ধন্যবাদ। ছয় মাসের বিরতি কাটিয়ে আবার ক্রিকেটে ফেরাটা আমার জন্য সহজ ছিল না। এটা আমার জন্য খুবই প্রয়োজনীয় ছিল। তাই আমি লাহোর কালান্দার্সের প্রতি কৃতজ্ঞ।’
লাহোর কালান্দার্সে সতীর্থদের উদ্দেশ্যে বিদায় নেয়ার আগে সাকিব বলেন, ‘হয়তো আমাদের শীঘ্রই আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো সময়। আমরা একে অপরের জন্য খেলব এবং লাহোর কালান্দার্স পরিবার হিসেবেই থাকব।’
ক্রিফোস্পোর্টস/৩০মে২৫/এফএএস
