
বাংলাদেশের ফুটবলে প্রশান্তির সুবাতাস বইতে শুরু করেছে হামজা চৌধুরীর আগমনের পর থেকে। আর সেই পালে নতুন করে হাওয়া লেগেছে আরো এক প্রবাসী ফুটবলার সামিত সোমের লাল-সবুজের জার্সিতে খেলার ঘোষণায়। এবার হামজার সঙ্গে মাঠ মাতানোর সকল অনুমোদন পাওয়ার পর দেশের ফুটবল ভক্তদের জন্য এক বার্তা দিয়েছেন সামিত।
বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করার পর এক মাসের মধ্যেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে ফিফা কর্তৃক অনুমোদন পেয়ে গেছেন কানাডিয়ান লিগে খেলা এই ফুটবলার। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেইজের ভিডিও বার্তায় লাল-সবুজের জার্সিতে খেলতে মুখিয়ে থাকার কথা জানান এই বাংলাদেশি ফুটবলার।
সবাইকে ধন্যবাদ জানিয়ে সামিত বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফুটবলের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি। সবাইকে তাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। ধন্যবাদ তাদেরকে যারা প্রক্রিয়া দ্রুত করতে সাহায্য করেছেন আর একে (বাংলাদেশের হয়ে খেলা) সম্ভব করে তুলেছেন। ধন্যবাদ।’
আরও পড়ুন:
» ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ, খুঁজে পেতে তামিমের পোস্ট
» ৮২.৫০ গড়! দলে সুযোগ না পাওয়ায় সোহানের আক্ষেপ
আগামী মাসেই বাংলাদেশের জার্সিতে খেলতে নামার কথা রয়েছে সামিত সোমের। এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচেই বাংলাদেশের মাঝ মাঠে হামজা চৌধুরীর সঙ্গে দেখা যেতে পারে সামিত সোমকে। এই দুই ফুটবলারের জুটি নিঃসন্দেহে প্রতিপক্ষের মনে ভয় ধরাবে।
ক্রিফোস্পোর্টস/৮মে২৫/এফএএস
