Connect with us
ফুটবল

ফাইনালে স্বপ্নভঙ্গের পর যে বার্তা দিলেন হামজা চৌধুরি

Hamza_Sheffield
হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে হামজা চৌধুরিদের। গত শনিবার (২৪ মে) চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে ২-১ গোলের ব্যবধানে হেরেছে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। প্রমোশন না পাওয়ায় আগামী মৌসুমেও ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে খেলতে হবে ক্লাবটিকে।

শেফিল্ডের এমন হার মেনে নিতে পারছেন না হামজা। ফাইনাল হারের পর কিছুটা ভেঙ্গে পড়েন তিনি। আজ মঙ্গলবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ‘এভাবে মৌসুম শেষ হওয়াটা সত্যিই খুব বেদনাদায়ক। গত কয়েকদিন ধরে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমার মনে হচ্ছে আমরা এর চেয়েও বেশি প্রাপ্য ছিলাম, কিন্তু আমাদের ভাগ্যে ছিল না!’

গত জানুয়ারিতে লেস্টার সিটি থেকে লোনে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন হামজা। লেস্টারের নিয়মিত সুযোগ না পেলেও দ্য ব্লেসডের হয়ে বেশ নিয়মিত ছিলেন এই ফুটবলার। ক্লাবটির হয়ে তার পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। এই অল্প সময়েও ক্লাবটি সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে তার। তাই ক্লাবের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভকামনা জানিয়েছেন এই বাংলাদেশি ফুটবলার।


আরও পড়ুন :

» মুস্তাফিজকে মিস করবেন সিমন্স, বাকিদের দেখছেন সুযোগ

» ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চেয়ে যা বললেন আনচেলত্তি


তিনি আরও লেখেন, ‘শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানাতে চাই—গ্যাফার (ক্রিস ওয়াইল্ডার) এবং তার স্টাফদের, আমার সকল সতীর্থদের এবং প্রতিটি ভক্তকে যারা আমার সময়টা এত স্মরণীয় করে তুলেছেন! এই বিশেষ ক্লাবটির হয়ে খেলা এবং প্রতিনিধিত্ব করাটা ছিল বেশ উপভোগ্য। শুভকামনা শেফিল্ড ইউনাইটেড!’

লেস্টার সিটি থেকে লোনে চলতি মৌসুম পর্যন্তই শেফিল্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন হামজা। শেফিল্ড তার সঙ্গে নতুন করে কোনো চুক্তি না করলে পুনরায় লেস্টারে ফিরে যাবেন হামজা। ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের চুক্তি রয়েছে এই বাংলাদেশি তারকার।

ক্রিফোস্পোর্টস/২৭মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল