Connect with us
ক্রিকেট

যে ব্যবধানে আফগানিস্তান জিতলে সুপার ফোরে যাবে বাংলাদেশ

বাংলাদেশ -আফগানিস্তান । ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ম্যাচটি দুই দলের হলেও এর উপর নজর থাকবে টাইগার ভক্তদের, কেননা এই ম্যাচের ফলেই নির্ভর করছে বাংলাদেশের সুপার ফোরে খেলার ভাগ্য।

নেট রানরেটে আফগানিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশের দৃষ্টি এখন আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিকে। ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আফগানিস্তানের নেট রানরেট ‍+২.১৫০, দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার ‍+১.৫৪৬ এবং তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশের -০.২৭০।

টাইগারদের প্রত্যাশা—শ্রীলঙ্কার যেকোনো ব্যবধানে জয়, অথবা আফগানিস্তানের বড় ব্যবধানে জয়। যদি আফগানিস্তান আগে ব্যাট করে ১৪২–১৫০ রান করে, তাহলে অন্তত ৬৭ রানে ম্যাচ জিততে হবে বাংলাদেশের সুপার ফোরে খেলার জন্য। ১৫১–১৬০ রান করলে জয়ের ব্যবধান হতে হবে ৬৮, ১৬১–১৬৯ রান করলে ৬৯, ১৭০–১৭৮ রান করলে ৭০, ১৭৯–১৮৭ রান করলে ৭১, ১৮৮–১৯৭ রান করলে ৭২ এবং ১৯৭–২০৬ রান করলে অন্তত ৭৩ রানে জয় পেতে হবে।



আর যদি আফগানিস্তান পরে ব্যাট করে, তাহলে শ্রীলঙ্কা ১০০ থেকে ১১৫ রান করলে আফগানদের জিততে হবে ১১ ওভারে। ১১৬ থেকে ১৪৮ রান করলে ১১.১ ওভারে, আর ১৪৯ থেকে ১৬০ রান করলে জিততে হবে ১১.২ ওভারে -বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে যেতে হলে।

বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের খেলা মানেই যেন সমীকরণের উপর নির্ভরশীলতা। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। প্রথম ম্যাচে সুযোগ পেয়েও বড় ব্যবধানে জিততে না পারা এবং দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে হারের কারণে এখন বাংলাদেশের চোখ সমীকরণের দিকে। টাইগার ভক্তদের একটাই প্রত্যাশা-শ্রীলঙ্কার যেকোনো ব্যবধানে জয় অথবা আফগানিস্তানের বিশাল জয়।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট