আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এবারের আসরটি যৌথভাবে আয়োজন করবে আফ্রিকার দুই দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়া। আসন্ন টুর্নামেন্টের জন্য তৃতীয় দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। যেখানে বড় চমক যমজ দুই ভাই মাইকেল ব্লিগনট ও কিয়ান ব্লিগনট। যমজ দুই ভাইয়ের একসঙ্গে ডাক পাওয়ার চেয়েও বড় খবর হচ্ছে তারা দুজন জিম্বাবুয়ের সাবেক পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ডি ব্লিগনটের সন্তান।
জিম্বাবুয়ে অধ্যায়ে অনেক আগেই ইতি টেনেছেন অ্যান্ডি ব্লিগনট। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন হার্ড-হিটার অলরাউন্ডার। তার দুই যমজ সন্তান মাইকেল ব্লিগনট ও কিয়ান ব্লিগনটও অলরাউন্ডার। বাবার পর এবার দুই সন্তান জিম্বাবুয়ে যুব দলের হয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
এবারের যুব বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও স্কটল্যান্ড। আগামী ১৫ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ঘরের মাটগে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সহযোগী আয়োজকরা।
এরপর ১৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ২২ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে মোকাবিলা করবে দলটি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে।
জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড :
সিমবারাশে মুদজেঙ্গেরেরে (অধিনায়ক), কিয়ান ব্লিগনট, মাইকেল ব্লিগনট, লিরয় চিওআউলা, তাতেন্দা চিমুগোরো, ব্রেন্ডন সেনজেরে, নাথানিয়েল হ্লাবাঙ্গানা, তাকুদজওয়া মাকোনি, পানাশে মাজাই, ওয়েবস্টার মাধিধি, শেলটন মাজভিতোরেরা, কুপাকওয়াশে মুরাদজি, ব্র্যান্ডন ন্দিওয়েনি, ধ্রুব প্যাটেল ও বেনি জুজে।
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৫/বিটি