Connect with us
ক্রিকেট

বিসিবিতে দ্বিতীয়বার অভিযান চালিয়ে যেসব অনিয়ম পেয়েছে দুদক

The irregularities found by the ACC in its second raid on BCB
বিসিবিতে দ্বিতীয়বার অভিযান চালিয়েছে দুদক। ছবি- সংগৃহীত

গত ১৫ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। মূলত বিপিএলের টিকিট বিক্রিতে অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে বিসিবিতে অভিযান চালায় তারা। তবে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার বিসিবিতে অভিযান চালিয়েছে দুদক।নতুন গঠনতন্ত্র, তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাইপর্ব এবং আর্থিক অনিয়মের অভিযোগে এবার অভিযান চালিয়েছে তারা।

আজ শনিবার (১৭ মে) দুপুরের দিকে দুদকের চার সদস্যের একটি দল অভিযান চালায়। বিসিবিতে প্রাথমিক তদন্ত শেষে তৃতীয় বিভাগ লিগের বাছাইয়ে অনিয়ম খুঁজে পেয়েছে দুদক। তবে তদন্ত পুরোপুরি শেষ হয়নি তাদের। তাই কিছু বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তারা।

প্রাথমিক তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, ‘বিসিবির নতুন গঠনতন্ত্র, তৃতীয় বিভাগের বাছাইপ্রক্রিয়া এবং আর্থিক অনিয়মের অভিযোগে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা অভিযোগের আলোকে নথিপত্র পর্যালোচনা করলাম, সবার সঙ্গে কথা বললাম। তবে সব কাজ শেষ হয়নি, কিছু কাজ এখনও বাকি আছে।’

আরও পড়ুন:

» সাকিব পিএসএলে-মুস্তাফিজ আইপিএলে, ম্যাচগুলো কবে কখন?

» স্থবির থাকা আইপিএল-পিএসএল আবার মাঠে গড়াচ্ছে আজ 

তৃতীয় বিভাগ লিগের বাছাইয়ে খুঁজে পাওয়া অনিয়মের বিষয়ে রাজু বলেন, ‘তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাই প্রক্রিয়াটা আগে বেশ সহজ ছিল। কিন্তু ২০২২ সালের পর কিছু প্রতিবন্ধকতা তৈরি করা হয়, যে কারণে ২-৩টার বেশি দল অংশগ্রহণ করতে পারে না। আর দল কমে যাওয়া প্রতিদ্বন্দ্বিতাও কমে যাচ্ছে এবং জাতীয় দলের জন্য ভালো খেলোয়াড় তৈরির পাইপলাইনটাও সীমিত হচ্ছে।’

মূলত নতুন করে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যা বেশিরভাগ ক্লাবের পক্ষে পূরণ করা সম্ভব হয় না। এ কারণেই দলগুলো কমেছে। এ বিষয়ে রাজু বলেন, ‘এখানে এমন কিছু শর্ত দেয়া হয় যেটা আমাদের দেশের অনেক ক্লাবগুলোর পক্ষে পূরণ করা সম্ভব হয় না। আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে যেসব খেলোয়াড় প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসে তাদেরকে সহযোগিতা করার যে পথ, এসব শর্তের কারণে বন্ধ হয়ে যায়।’

এছাড়া বিসিবির নতুন গঠনতন্ত্র কতটা বৈধ সেটাও পর্যালোচনা করেছে দুদক। সেখানেও কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে তারা। নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না বলে জানিয়েছেন রাজু আহমেদ। এসব অসঙ্গতির আলোকে তারা রিপোর্ট করবে এবং সেই রিপোর্টের প্রেক্ষিতে কমিশনের সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

ক্রিফোস্পোর্টস/১৭মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট