আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। শততম টেস্ট খেলতে যাওয়া মুশফিকের প্রশংসা করেছেন আইরিশ কোচ।
মিরপুরে আজ সংবাদ সম্মেলনে আসেন আয়ারল্যান্ড কোচ হাইনরিখ মালান। এ সময় মুশফিককে শততম টেস্টের জন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এটা দারুণ এক অর্জন। নিজের দেশের হয়ে ১০০ টেস্ট খেলতে পারাটা অনেক বড় অর্জন। এগুলো অনেক পরিশ্রমের ফল। এই টেস্টের জন্য সে অনেক পরিশ্রম করেছে। তাকে অভিনন্দন জানাই।’
মুশফিকের টেস্ট ক্যারিয়ার ২০ বছরের। এত লম্বা ক্যারিয়ারের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং খেলার প্রতি তার সাধনা। খেলার প্রতি মুশফিকের এমন পেশাদারিত্বের প্রশংসা করেছেন মালান। খেলার জন্য তিনি যেভাবে নিজেকে উৎসর্গ করেন, সেটা কাছ থেকে দেখছেন এই আইরিশ কোচ।
মালান বলেন, ‘মুশফিককে এতদূর নিয়ে এসেছে তার দারুণ পেশাদারিত্ব। আমি অনেক সকালে ঘুম থেকে উঠি। উঠেই দেখি সে হোটেলে ব্রেকফাস্ট করছে। তারপর সে সবার আগে বাসে ওঠে, মাঠে যায়। যখন কেউ মাঠেই আসে না, তখন সে মাঠে এসে ওয়ার্ম-আপ করে এবং অনুশীলন শুরু করে দেয়।’
এর আগে সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে একবার ব্যাট করার সুযোগ পেয়েছিল টাইগাররা। যদিও ব্যাট হাতে রাঙাতে পারেননি মুশফিক। ৫২ বলে ২৩ রান করে আউট হয়ে যান এই ব্যাটার। এবার নিজের মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখতে ব্যাট হাতে হয়ত ভালো কিছু উপহার দেবেন এই অভিজ্ঞ ব্যাটার।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। তখন তার বয়স ছিল ১৮ বছর। ২০ বছর পর ৩৮ বছর বয়সে এসে শততম টেস্ট খেলতে যাচ্ছেন এই তারকা ব্যাটার।
আগামী বুধবার (১৯ নভেম্বর) দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৫/বিটি