Connect with us
ক্রিকেট

আগ্রাসী উদযাপন করে দুঃসংবাদ পেলেন ভারতীয় পেসার

The Indian pacer received bad news after an aggressive celebration.
ব্রেভিসকে আউট করে এভাবেই ড্রেসিংরুমের পথ দেখান হার্শিত। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। তবে ওয়ানডে সিরিজে দারুণ শুরু পেয়েছে স্বাগতিকরা। বিরাট কোহলির সেঞ্চুরির পর কুলদীপ যাদব-হার্শিত রানাদের দুর্দান্ত বোলিংয়ে ১৭ রানের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। তবে জয়ের ম্যাচে আগ্রাসী উদযাপনের কারণে শাস্তির মুখে পড়েছেন হার্শিত।

রাঁচিতে সেদিন ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংসের ২২তম ওভারে। তখন বোলিংয়ে ছিলেন হার্শিত। ৭৭ রানের ৪ উইকেট পতনের পর দেওয়াল্ড ব্রেভিস ও ম্যাথিউ ব্রিটজিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল প্রোটিয়ারা। এই জুটিতে অর্ধশত তুলে নেয় তারা। ফলে ধীরে ধীরে এই জুটি ভারতের জন্য বিপজ্জনক হতে থাকে। ২২তম ওভারে বিপজ্জনক এই জুটি ভেঙে আগ্রাসী উদযাপন করেন হার্শিত।

ওভারের চতুর্থ বলে ডিপে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন ব্রেভিস। তখন ৩৭ রানে ব্যাট করছিলেন এই তরুণ। এরপর তাঁকে আগ্রাসী ভঙ্গিতে ড্রেসিংরুমের পথ দেখান হার্শিত। যা আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী শাস্তিযোগ্য।



হার্শিত আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা ভঙ্গ করেছেন। এই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে এমন ভাষা, আচরণ বা ইশারা যা একজন ব্যাটারকে হেয় করতে পারে বা উসকে দিতে পারে, তা নিষিদ্ধ।হার্শিতের আগ্রাসী উদযাপনের মধ্য দিয়ে এই ধারা লঙ্ঘিত হয়েছে।

শাস্তি হিসেবে হার্শিতকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। ভবিষ্যতে এ ধরণের আচরণ না করার জন্য তাকে সতর্কও করা হয়েছে। ২ বছরে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেলেন ২৩ বছর বয়সী এই পেসার।

সেদিন আগে ব্যাট করতে নেমে ৩৪৯ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩৩২ রানের বেশি তুলতে পারেনি প্রোটিয়ারা। স্বাগক্তিকদের পক্ষে কুলদীপ ৪টি এবং হার্শিত ৩টি করে উইকেট শিকার করেন।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট