আবারো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপের ট্রফিও এসেছিল বাংলাদেশে। এবার আসন্ন ২০২৬ বিশ্বকাপের ট্রফিও বাংলাদেশ ট্যুরে আসছে।
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফুটবল বিশ্বকাপের মেগা আসর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। যেখানে প্রথমবারের মতো থাকছে রাউন্ড অব ৩২। এই মেগা আসরকে সামনে রেখে আগামী বছরের শুরুতে বাংলাদেশ ট্যুরে আসছে বিশ্বকাপ ট্রফি।
আগামী ৩ জানুয়ারি থেকে ২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু হচ্ছে। এই ট্রফি ট্যুর চলবে ১৫০ দিন। এই সময়ে ফিফার ৩০টি সদস্য দেশের ৭৫টি স্পটে ঘুরবে এই ট্রফি। আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। এই ট্যুরের পৃষ্ঠপোষকতায় থাকবে কোকা-কোলা।
বিশ্বকাপের এই মূল ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবে ফুটবল ভক্তরা। এমনটাই জানিয়েছেন কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে। তিনি বলেন, ‘ফিফা বিশ্বকাপের ট্রফি ট্যুর খেলাটির আরও কাছে নিয়ে আসবে ভক্তদের। আমরা এটা করতে পেরে অনেক আনন্দিত। এবারের ট্রফি ট্যুর ফুটবলের প্রতি ভক্তদের উত্তেজনা ও আবেগকে আরও কাছ থেকে অনুভব করার সুযোগ করে দেবে।’
বাংলাদেশের ফুটবল ভক্তদের ট্রফি দেখার সুযোগ করে দিতে একটি প্রোমো ক্যাম্পেইন চালু করেছে কোকা-কোলা। এই ক্যাম্পেইনে অংশ নিতে এক লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করে কুইজে অংশ নিতে পারবেন ভক্তরা।
কুইজে ফিফা বিশ্বকাপ সম্পর্কিত একটি প্রশ্ন থাকবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তর দিতে পারলেই মিলবে ট্রফি দেখার টিকেট। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকবে। গত ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন, যা চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত।
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৫/বিটি
