 
																												
														
														
													দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারের পেছনে টাইগারদের ব্যাটিং ব্যর্থতাই বেশি দায়ী থাকবে। তবে এমন লজ্জাজনক হারের ম্যাচেও বাংলাদেশের প্রাপ্তি মিরাজের দুটি ফাইফার। আর দুই ফাইফার নিয়ে এক নতুন কীর্তিও গড়েছেন এই স্পিন অলরাউন্ডার।
সিলেট টেস্টে দুই ইনিংসে মোট ১০ উইকেট শিকার করেছেন মিরাজ। এ নিয়ে তিনবার এক টেস্টে ১০ উইকেট শিকার করেছেন এই তারকা। যা বাংলাদেশিদের মধ্যে প্রথম। এর আগে কোনো বাংলাদেশি বোলার এমন কীর্তি গড়তে পারেননি।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২০.২ ওভারে ৫২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন মিরাজ। এরপর দ্বিতীয় ইনিংসে ২২.১ ওভারে ৫০ রান দিয়ে আরও ৫টি উইকেট তুলে নেন এই স্পিনার। তার বোলিংয়ে ভর করেই একপেশে একটি ম্যাচে কিছু সময়ের জন্য লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত দলক জেতাতে পারেননি এই তারকা।
আরও পড়ুন:
» পারল না বাংলাদেশ, ৭ বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্টে হার
» পাকিস্তান সফরের আগে আরেকটি সিরিজ খেলবে বাংলাদেশ!
অবশ্য এদিন একটি মাইলফলকও স্পর্শ করেছেন মিরাজ। টেস্টে নিজের ২০০তম উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার। এদিন ফাইফার তুলে নেওয়ার মধ্য দিয়েই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ৫২ ম্যাচে ৯১ ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন মিরাজ।
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। আর আগে এই কীর্তি গড়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। ১২১ ইনিংসে ২৪৬ উইকেট শিকার করে শীর্ষে আছেন সাকিন। অন্যদিকে ৯৩টি ইনিংস খেলে ২১৯ উইকেট শিকার করেছেন তাইজুল।
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৫/বিটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	