
চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শুরিটা ছিল দুর্দান্ত। নিজদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নেন টাইগ্রেসরা। এরপরেই ছন্দপতন হয় জ্যোতিদের। পরের ৪ ম্যাচে টানা হেরেছে দলটি। এর মধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের দারুণ সুযোগ তৈরি করেও হেরেচছে তারা। তাতে বিশ্বকাপের সেমির দৌড় থেকে অনেকটাই ছিকটে গেছে বাংলাদেশ দল।
বিশ্বকাপের সেমির জন্য ইতোমধ্যে টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আরও দুটি দল সেমিফাইনালে যাবে। এই দুটি জায়গা পূরণের জন্য এখনও লড়াই করে যাচ্ছে ৬ দল।
৬ দলের মধ্যে সেমিফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ইংল্যান্ড। ৪ ম্যাচে ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে ভারত। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে নিউজিল্যান্ডরা। এই তিনটি দলই সেমির দৌড়ে বেশ ভালোভাবে টিকে রয়েছে।
এরপরেই অবস্থান বাংলাদেশের। ৫ ম্যাচে ১ জয় ও ৪ হারে ২ পয়েন্ট জ্যোতিদের। এছাড়া শ্রীলঙ্কা ও পাকিস্তানও সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের সাত ও আট নম্বরে অবস্থান করছে।
সেমিফাইনালের জায়গা নিশ্চিতের জন্য টাইগ্রেসদের সামনে সমীকরণ বেশ খানিকটা কঠিন। কেননা তাদের চেয়ে এগিয়ে এগিয়ে রয়েছে ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশের এখনো বাকি আছে দুটি ম্যাচ। শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভারতের মুখোমুখি হবে তারা। সেমিতে জায়গা নিশ্চিতের জন্য এই দুটি ম্যাচেই জিততে হবে জ্যোতিদের।
তবে জিতলেই হবে না, এরপর তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের দিকে। তারা যেন ভারত ও নিউজিল্যান্ড- দুই দলকেই হারায়। যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় এবং ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সমান ৬ পয়েন্ট করে থাকে, তখন বড় জয়ের দরকার হবে বাংলাদেশের। কারণ, রানরেটে তারা অনেক পিছিয়ে। বাংলাদেশের শেষ ম্যাচটা ভারতের বিপক্ষে। সেই ম্যাচেই ব্যবধান গড়ার সুযোগ পাবেন জ্যোতিরা।
এদিকে আজে ভারতের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে ভারতকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত হবে ইংলিশদের। এরপর বাকি থাকবে আর একটি জায়গা।
ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/বিটি
