Connect with us
ক্রিকেট

পুরো জাতি আজ মুস্তাফিজের পাশে আছে : বাফুফে সভাপতি

TABITH AWAL AND MUSTAFIZ
তাবিথ আউয়াল ও মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ভারতজুড়ে বিক্ষোভ আর প্রতিবাদের পর মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মুস্তাফিজকে বাদ দেওয়ার পরই তীব্র প্রতিক্রিকয়া দেখা গেছে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে, এই প্রতিক্রিয়া পৌঁছেছে আইসিস অবধি। বিসিবি জানিয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল।

মূলত কট্টরপন্থি হিন্দুত্ববাদী দলগুলোর চাপে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে। খেলাকে রাজনীতির সঙ্গে মেশানোর এমন কার্যক্রম বন্ধের আহবান জানিয়েছেন বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

সৌদি আরবে অনুষ্ঠিত আইপিএলের এবারের আসরের নিলামে শেষেরদিকে নাম উঠলেও মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি শুরু করেছিল ফ্রাঞ্চাইজিগুলো। শেষপর্যন্ত ৯.২০ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।



মুস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই শুরু হয় সমালোচনা, দলের মালিক শাহরুখ খানকে দেওয়া হয় হুমকী। মুস্তাফিজকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুরের হুমকি দেয় উগ্র হিন্দুত্ববাদীরা।

খেলায় প্রতিভার মূল্যায়ন হওয়ার কথা থাকলেও কেবল জাতীয়তার কারণে ফিজকে বাদ দেওয়ায় হতাশা প্রকাশ করেন তাবিথ আউয়াল। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।’

খেলাকে রাজনীতিমুক্ত রাখার আহবান জানিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট, যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়। আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন।’

পুরো জাতি মুস্তাফিজের পাশে আছে বলেও উল্লেখ করেন সাবেক এই ফুটবলার। তিনি বলেন, ‘শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’

ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট