আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছিল মিরপুরে। আইরিশদের ব্যাটিং ইনিংসের ৫৬তম ওভারে বল করছিলেন মেহেদী হাসান মিরাজ। এমন সময় জোরালো ভূমিকম্প অনুভূত হয় মাঠে। এতে ক্ষণিকের জন্য থেমে যায় মিরপুর টেস্ট। তবে এরপরে খেলা শুরু হতেই জোড়া উইকেটের সাফল্য পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ২ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।
ইনিংসে ৫৬তম ওভারের দ্বিতীয় বল করার পরেই ভূমিকম্প অনুভূত হয় বেশ জোরালোভাবে। এ সময় ক্রিকেটাররা মাঠের মাঝামাঝি স্থানে এসে দাঁড়ান। মিনিট খানেকের জন্য থেমে যায় খেলা। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় খেলা চালু করেন আম্পায়ার।
এর আগে দিনের শুরুতে প্রায় ঘন্টা খানিক ব্যাটিং করেও নতুন কোনও উইকেট হারায়নি আয়ারল্যান্ড। তবে খেলা শুরু হওয়ার পর ম্যাচের ৫৯তম ওভারে জোড়া উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম। ৪৬ রান করা স্টিফেন দহিনিকে ফিরিয়েছেন তিনি। এরপর উইকেটে আসা অ্যান্ডি ম্যাকব্রাইনকে শিকার বানান তাইজুল।
এর আগে বাংলাদেশ দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট হয়। এরপর ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রান সংগ্রহ করতেই নিজেদের ৫ উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ড। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৩৭৮ রানে এগিয়ে ছিল আইরিশদের থেকে। এখনও ২৭৩ রানে পিছিয়ে থাকা সফরকারীরা আছে ফলোঅনে পড়ার শঙ্কায়।
রিপোর্ট লেখা পর্যন্ত সংক্ষিপ্ত স্কোরকার্ড—
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ রান (১৪১.১ ওভার)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২০৩/৭ রান (৬৫ ওভার)
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/এফএএস