
এশিয়া কাপের শুরুটা হংকংকে হারিয়ে ভালোভাবে করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। আর এতেই টুর্নামেন্টের সুপার ফোরে ওঠার আশা বেশ অনেকটাই কঠিন হয়ে পড়েছে টাইগারদের জন্য। তবে এখনো টিকে রয়েছে লিটনদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ।
এবারের এশিয়া কাপে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। এই চার দলের মধ্যে শীর্ষে থাকা দুটি দল সুযোগ পাবে পরবর্তী রাউন্ডে ওঠার। গ্রুপ পর্বের প্রতিটি দল খেলবে নিজেদের মতো তিনটি ম্যাচ। যেখানে ইতোমধ্যে নিজেদের দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ।
নিজেদের খেলা দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে পরাজয়ের কারণে টাইগারদের বর্তমান পয়েন্ট ২। অপরদিকে একটি করে ম্যাচ খেলে জয়ের দেখা পেয়ে সমান ২ পয়েন্ট করে রয়েছে শ্রীলংকা ও আফগানদের। এই দুই দলের সামনেই খেলা রয়েছে তুলনামূলক দুর্বল দল হংকংয়ের সাথে। এদিকে হংকং প্রথম দুই ম্যাচে হেরে রীতিমতো ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকে।
সুপার ফোরে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ:
পরবর্তী রাউন্ডের আসা টিকিয়ে রাখতে বাংলাদেশকে অবশ্যই তাদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করতে হবে। সেই ম্যাচের টাইগাররা হেরে গেলে কার্যত আর কোন বাস্তব সুযোগ থাকবে না সুপার ফোরে ওঠার। তাই আগামী মঙ্গলবারের ম্যাচে আপনাদের হারানোর কোন বিকল্প নেই লিটনদের সামনে।
তবে কেবল আফগানিস্তানকে হারালেই চলবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের দিকেও। সেই ম্যাচে যদি লঙ্কানরা জিততে পারে, তবেই নিশ্চিত হবে বাংলাদেশের সুপার ফোরে খেলা। কেননা আফগানদের হারালে টাইগারদের চূড়ান্ত পয়েন্ট দাঁড়াবে ৪। আর আফগানিস্তান তাদের বাকি এক ম্যাচে লঙ্কানদের কাছে হারলে শেষ পর্যন্ত ২ পয়েন্টই থাকবে তাদের।
এতে করে শীর্ষ দুই স্থানে থেকে এই গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। অর্থাৎ সহজ করে বললে আফগানিস্তানকে পরবর্তী দুই ম্যাচে হারতে হবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কাছে। তবেই নেট রান রেটের কোন হিসাব-নিকাশ ছাড়াই সুপার ফোরে যাবে টাইগাররা। আর যদি লঙ্কানদের হারিয়ে যায় আফগানরা, তবে ক্ষীণ হয়ে যাবে বাংলাদেশের সম্ভাবনা।
ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৫/এফএএস
