
ভারত-পাকিস্তানের সংঘাত ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। চলমান পিএসএল খেলতে পাকিস্তানের অবস্থান করছে অসংখ্য বিদেশি ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। দুই দেশের যুদ্ধ-পরিস্থিতির মধ্যে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
নাহিদ-রিশাদদের নিরাপত্তার বিষয়ে নিয়মিতই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে যোগাযোগ রাখছিল বিসিবি। তবে আজ (বৃহস্পতিবার) পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডিতে স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ অনেক বেড়ে গেছে।
এমন পরিস্থিতিতে নাহিদ ও রিশাদকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির একটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
» শ্রীলঙ্কায় সিরিজ জিতল বাংলাদেশ, সেঞ্চুরির আক্ষেপ অধিনায়কের
» ইংল্যান্ডে খেলতে গিয়েছেন সাব্বির, কেমন খেললেন প্রস্তুতি ম্যাচ?
ভারত-পাকিস্তানর রাজনৈতিক দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে সম্প্রতি কাশ্মিরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই মধ্যে গত বুধবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পালটা হামলা চালায় পাকিস্তানও। তবে আজ পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ভারত।
ড্রোন হামলা করা হয়েছে পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডিতে। এতে ভেন্যু সংলগ্ন একটি রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ভেন্যুতেই আজ রাতে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নাহিদ রানাদের পেশোয়ার জালমির। তবে এই হামলার পরে ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়েছে।
তবে এই ঘটনার পর ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জানা গেছে, নাহিদ-রিশাদরাও বিসিবিকে দেশে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়েছেন। তাই যত দ্রুত সম্ভব এই দুই ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
ক্রিফোস্পোর্টস/৮মে২৫/বিটি
