Connect with us
ফুটবল

আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে যেদিন মাঠে নামছে বাংলাদেশ

আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের জুনিয়র ফুটবলার। ছবি- সংগৃহীত

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফবি লাতিন-বাংলা সুপার কাপ। যেখানে বাংলাদেশের পাশাপাশি অংশ নেবে ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ পর্যায়ের ফুটবলাররা। এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এএফবিপিআইএল) আয়োজন করতে যাচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট। আগামী ৫ ডিসেম্বর থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই প্রতিযোগিতা।

তিন দলের এই সুপার কাপে অংশ নিতে ২ ডিসেম্বর ঢাকায় পা রাখবে আর্জেন্টিনার বুয়েনাস আয়ার্স ভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব-২০ দল। এর এক দিন পর আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব-২০ দল। আর অনূর্ধ্ব-১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলাররা নিজেদের দেশের জার্সি গায়েই মাঠে নামবেন।

কিউবা মিচেল, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, বীতশোক চাকমাদের মতো পরিচিত মুখগুলো রয়েছে বাংলাদেশের জন্য গঠিত এই দলে। তবে তাদের সকলকে এই ম্যাচগুলোতে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনো নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেনি আয়োজক প্রতিষ্ঠানটি। মূলত তাদের ক্লাব এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত না থাকার সম্ভাবনা বেশি। 



আগামী ৫ ডিসেম্বর ব্রাজিলের বিপক্ষে প্রতিযোগিতার প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের প্রতিনিধিরা। প্রথম এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। পরবর্তী ৮ ডিসেম্বর আর্জেন্টাইন প্রতিনিধিদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে একই সময়ে খেলা হবে প্রতিটি ম্যাচ। প্রতিযোগিতার শেষ ম্যাচে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হবে ১১ ডিসেম্বর। 

আর্জেন্টিনার পঞ্চম এবং ব্রাজিলের তৃতীয় সারির ক্লাব হলেও দল দুটিকে বেশ শক্তিশালী বলে মনে করেন আয়োজক এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আসাদুজ্জামান। এছাড়া তিনি নিশ্চিত করেছেন ব্রাজিলের দলটির সঙ্গে বাংলাদেশে আসবেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাফু।

লাতিন-বাংলা সুপার কাপে বাংলাদেশ দল—

কিউবা মিচেল, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, বীতশোক চাকমা, মোরশেদ আলী, আলিফ রহমান, তাসিন সিহাব, চন্দ্র সাহা, আজম খান, ইকরামুল ইসলাম, ইহসান হাবিব, সাব্বির ইসলাম, নাসরুল্লাহ শেখ, তারেক হোসেন, মো: রাজ, মাসুদ রানা, মো: আরিফ, আকাশ আহাম্মেদ, আশিক, বাইজিত বোস্তামী, নাজমুল হুদা, তাসান খা, মো: মানিক, হেদায়েতুল্লাহ, অপু রহমান, রিফাত কাজী, আরহাম ইসলাম, সাজেদ হাসান ও কামাল মৃধা।

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল