Connect with us
ক্রিকেট

নারী ওয়ানডে বিশ্বকাপ : উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামছে ভারত-শ্রীলঙ্কা

Women's World Cup
Women's World Cup

আজ (মঙ্গলবার) পর্দা উঠছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। ভারতের মাটিতে পাকিস্তান খেলতে না চাওয়ার কারণে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা।

গৌহাটিতে আজ ভারত ও শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। আট দলকে নিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। ভারত মূল আয়োজক হলেও, শ্রীলঙ্কার মাটিতে নিজেদের ম্যাচগুলো খেলবে পাকিস্তান। বিশ্বকাপের ভেন্যুগুলো হলো- ভারতের গৌহাটি, ইন্দোর, নাভি মুম্বাই, বিশাখাপত্তম এবং শ্রীলঙ্কার কলম্বো।

২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। এছাড়া বাকী পাঁচ দল হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের খেলার টিকেট পায় বাংলাদেশ ও পাকিস্তান। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা।



লিগ পর্বসহ এবারের বিশ্বকাপে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ২৬ অক্টোবর লিগ পর্বের খেলা শেষ হবে।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ছাড়া কোনো দলই নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। সর্বোচ্চ ৭বার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় সর্বোচ্চ ৪বার শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড,অন্যটি গেছে নিউজিল্যান্ডের ঘরে। ভারত দুইবার ও ওয়েস্ট ইন্ডিজ একবার ফাইনাল খেললেও শিরোপার দেখা পায়নি।

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট