
সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ ২০২৫। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপে থাকা আফগানিস্তান ও হংকং। ম্যাচটি আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে। এই গ্রুপের অন্য দুই দল বাংলাদেশ ও শ্রীলংকা।
টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে দেখা গেলেও এশিয়া কাপের ম্যাচগুলো অনলাইনে কিভাবে দেখা যাবে তা নিয়ে অনেকের প্রশ্ন। তাদের জন্য সুখবর। দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এ ক্রিকেট টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে ডিজিটাল প্ল্যাটফর্ম টফি।
৯ থেকে ২৮ সেপ্টেম্বর দুবাই ও আবুধাবিতে এ টুর্নামেন্টের মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস টফি অ্যাপ, টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভিতে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস) সরাসরি প্রতিটি ম্যাচ দেখা যাবে।
গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচের প্রথমটি ১১ সেপ্টেম্বর। নিজেদের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের। ১৩ সেপ্টেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
বাংলাদেশের সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে। তিনটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।
ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৫/এনজি
