
ক’দিন আগেই এশিয়া কাপ নিয়ে মেতেছিল দেশের ক্রীড়া সমর্থকেরা। তবে এবার দেশের ক্রীড়াঙ্গনে বইছে ফুটবলার হাওয়া। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের জন্য হামজা-জামালদের শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বিসিবি এক ফেসবুক পোস্টে বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানিয়েছে। পোস্টের ক্যাপশনে তারা লিখেছে, ‘আজ রাতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হংকং, চীনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনাদের সমর্থনে পুরো জাতি একসঙ্গে পাশে আছে। চলুন আমরা স্বপ্নটা বাঁচিয়ে রাখি এবং বাংলাদেশকে গর্বিত করি!’

বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানিয়ে বিসিবির পোস্ট। ছবি- বিসিবি/ফেসবুক
বাংলাদেশ-হংকং ম্যাচ ঘিরে অনেক আগে থেকেই সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এর আগে ম্যাচের টিকিট ছাড়ার আধা ঘন্টার মধ্যেই প্রায় ২০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এর আগে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও দেখা গিয়েছিল এমন চিত্র। যদিও সেই ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার সমর্থকদের প্রত্যাশা, জয় নিয়েই মাঠ ছাড়বে হামজা-জামালরা।
হংকংয়ের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। কোয়ালিফায়ারের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। তাই মূল্যবান তিনটি পয়েন্ট নিজেদের করে নিতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ-হংকং ম্যাচ ঘিরে ইতোমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। আর এক ঘণ্টা পরেই (রাত ৮টায়) শুরু হবে দুই দলের লড়াই।
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/বিটি
