
ফুটবল বিশ্বের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন দলকে আমন্ত্রণ করতে হলে যে হিসাব ছাড়া টাকা খরচ করতে হবে এটা তো স্বাভাবিক। একই ভাবে লিওনেল মেসির নেতৃত্বে থাকা দলটিকে মাঠে নামাতে কেরালা সরকারকে দিতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান নিশ্চিত করেছেন, এই খেলায় মেসিও অংশ নেবেন।
ভারতের জনপ্রিয় দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল মাত্র একটি ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনাকে দিতে হবে ১৩০ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮১ কোটি।
ফিফা উইন্ডোর বাইরে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে গিয়ে সাধারণত যে কোনো দলের মধ্যে সবচেয়ে বেশি অর্থ দাবি করে এএফএ। ভারতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। শর্ত ছিল, সম্পূর্ণ অর্থ আগে থেকেই পরিশোধ করতে হবে।
শর্ত অনুযায়ী কেরালা সরকারের বাণিজ্যিক পার্টনার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি গত বছরের ডিসেম্বরে পুরো টাকা এএফএকে পরিশোধ করে। এরপর থেকে নভেম্বরের ম্যাচ আয়োজনের কাজ শুরু হয়।
তবে এখনো নিশ্চিত হয়নি আর্জেন্টিনা কোন দলের বিপক্ষে নামবে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় আছে- মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়া। শীর্ষ ৫০ র্যাঙ্কিংয়ের একটি দলের বিপক্ষেই খেলতে চায় আর্জেন্টিনা।
একই সঙ্গে প্রতিপক্ষ দলকেও বাইরে থেকে আনতে হবে বলে ম্যাচ আয়োজনে আরও বাড়তি খরচের মুখে পড়ছে কেরালা সরকার। যদিও সঠিক পরিমাণ জানানো হয়নি, তবে দ্য হিন্দু জানিয়েছে, এক ম্যাচের জন্য পুরো আয়োজনেই ব্যয় হতে পারে প্রায় ৪০০ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৫৬ কোটি।
অন্যদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নভেম্বরের ম্যাচ শেষে মেসি আবারও ভারতে ফিরবেন ডিসেম্বর মাসে। সেই সফর হবে ব্যক্তিগত, নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’। কলকাতা দিয়ে শুরু হবে সফর, এরপর আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি ভ্রমণ করবেন তিনি। সফরে নিজের ভাস্কর্য উন্মোচন ছাড়াও থাকছে ‘গোট কাপ’ ও ‘গোট কনসার্ট’।
সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যেখানে শচীন টেন্ডুলকার, ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মাদের সঙ্গে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশ নেবেন লিওনেল মেসি।
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৫/এমএ
