Connect with us
ফুটবল

পিএসজির শিরোপা জয়ে যে বার্তা দিলেন নেইমার-এমবাপ্পেরা

Neymar and Mbappe messages after PSG won UCL
চ্যাম্পিয়ন পিএসজিকে অভিনন্দন জানাল নেইমার-এমবাপ্পে। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি। এর আগে বেশ অনেকটা সময় বিশ্বের নামিদামি তারকা ফুটবলার দলে ভিড়িয়েছিল ক্লাবটি। যেখানে ছিলেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র কিংবা হালের তারকা এমবাপ্পের মতো ফুটবলার। তবে তারা এনে দিতে পারেননি পিএসজির কাঙ্খিত সাফল্য।

এবার তরুণ এক দল নিয়ে ইউরোপসেরার শিরোপা জিতলেন কোচ লুইস এনরিকে। গতকাল শনিবার মধ্যরাতে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। আর এমন জয়ের পর সাবেক দলকে নিয়ে অভিনন্দন বার্তা দিয়েছেন নেইমার-এমবাপ্পেরা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমবাপ্পে লিখেছেন, ‘সেই বড় দিনটা অবশেষে এল। বিজয় এসেছে। সেটা পুরো ক্লাবের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এসেছে। অভিনন্দন পিএসজি।’ এমবাপ্পের মতো নেইমারও ইনস্টাগ্রাম স্টোরিতে দলের জয় উদযাপনের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি


আরও পড়ুন:

» প্রথম জয় তুলে আজ হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

» বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ আজকের খেলা (১ জুন ২৫)



নেইমার ও এমবাপ্পেরা পিএসজির প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানালেও কোন বার্তা দেননি দলটির আরেক সাবেক তারকা লিওনেল মেসি। অবশ্য আজ সকালেই ইন্টার মায়ামির হয়ে ম্যাচ ছিল তার। সেই কারণেই এখন পর্যন্ত পুরনো ক্লাবকে নিয়ে কোনও বার্তা দেয়া হয়নি তার।

ইউরোপের মেজর কোন ট্রফি জয় বলতে ১৯৯৫-৯৬ মৌসুমে উয়েফা কাপ জিতেছিল পিএসজি। অবশ্য সেই টুর্নামেন্ট বর্তমানে আর নেই। এছাড়া উয়েফা ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও উয়েফা কনফারেন্স লিগের মতো কোন শিরোপা জয়ের অভিজ্ঞতা নেই পিএসজির। এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতল ফরাসি ক্লাবটি।

উল্লেখ্য, চলতি মৌসুমে ঘরোয়া ফ্রেঞ্চ লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছিল পিএসজি। আর এতেই চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল জয়ের স্বাদ পেল ফরাসি ক্লাবটি। এদিন জোড়া গোল ও অ্যাসিস্টে রেকর্ডবুকে নাম তুলেছেন ১৯ বছর বয়সী ফরসি মিডফিল্ডার ডিজায়ের দুয়ে। ম্যাচের বাকি তিন গোল এসেছে আশরাফ হাকিমি, খিচা কাভারাৎস্খেলিয়া ও মায়ুলুর পা থেকে।

ক্রিফোস্পোর্টস/১জুন২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল