Connect with us
ক্রিকেট

পাঁচ দল নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি

The BCB is planning to hold the BPL with five teams.
আসন্ন বিপিএলে কমতে পারে দল। ছবি- বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর নিয়ে ছিল নানা বিতর্ক। তাই আগামী আসর নিয়ে সেই জুন থেকেই চলছে আলোচনা। অবশেষে নতুন বোর্ডের অধীনে বিপিএল নিয়ে সামনে এলো নতুন তথ্য। অন্তত পাঁচ দল নিয়ে আগামী বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূলত বিপিএলের আগের ফ্রাঞ্চাইজিগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। এবার নতুনভাবে শুরু হচ্ছে এবারের বিপিএল। নতুন করে বিসিবির সঙ্গে চুক্তি করবে ফ্রাঞ্চাইজিগুলো। তাই বিপিএলে শেষ পর্যন্ত কয়টি দল অংশ নেবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে বিপিএলের নতুন গভর্নিং কাউন্সিল চায়, অন্তত পাঁচটি দল নিয়ে এবারের বিপিএল আয়োজন করতে।

আজ বিকেলে পরবর্তী বিপিএলের আয়োজন নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আলোচনার বিষয় নিয়ে কথা বলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে বিপিএল আয়োজনের চেষ্টা করছে বোর্ড।



মিঠু বলেন, ‘আমরা বিপিএল গভর্নিং বডির নতুন দায়িত্ব পেয়েছি। আজকের সভায় আমরা প্রথমেই আলোচনা করেছি এতো স্বল্প সময়ের মধ্যে বিপিএল করব কি করব না। শেষ বোর্ড সভায়ও এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি সময়টাকে ধরে নিয়ে আগাবো।’

আগের দলগুলোর চুক্তি শেষ হওয়াতে নতুন করে বিজ্ঞপ্তি দেবে বিসিবি। আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পত্রিকায়, যেখানে অন্তত দশটা অঞ্চলের নাম থাকবে। সময় কম থাকায় সেখান থেকে অন্তত পাঁচটা দল বেছে নেবে বিসিবি। তবে দলের সংখ্যা বাড়তেও পারে।

মিঠু বলেন, ‘নতুনভাবে শুরু হচ্ছে এবার বিপিএল। আগের দলগুলোর চুক্তি শেষ হয়ে গেছে। আগামীকালই পত্রিকায় ইওআই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আমরা দশটা অঞ্চলের নাম বলেছি। তবে এবার সময় কম। তাই অন্তত পাঁচটা দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করছি। ছয় বা সাতটা দলও হতে পারে, কিন্তু আমাদের প্রাধান্য পাঁচটি দল নিয়েই টুর্নামেন্ট শেষ করা।’

সবশেষ বিপিএলে ফ্রাঞ্চাইজিগুলোর বিপক্ষে খেলোয়াড়দের পারিশ্রমিক ও হোটেলের ভাড়া ঠিকমতো পরিশোধ না করার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। এবার এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগে থেকেই কঠোর পদক্ষেপ নেবে বোর্ড।

মিঠু বলেন, ‘আগের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে যেসব সমস্যা হয়েছিল, সেগুলোর ব্যাপারে এবার আমরা কঠোর থাকব। ফাইনান্সিয়াল দিক ঠিক না থাকলে, কিংবা ম্যানেজমেন্ট দুর্বল হলে, যত বড় গ্রুপ হোক, ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে না। ফাইনান্স আর ক্রিকেট ম্যানেজমেন্ট এবার কঠোরভাবে যাচাই করা হবে।’

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট