Connect with us
ক্রিকেট

বিপিএল নিলাম ও শুরুর সময় জানাল বিসিবি

BPL Trophy
আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১২তম আসর। ছবি- সংগৃহীত

নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। শুরুতে ৫ দল নিশ্চিত হলেও সম্প্রতি আরেকটি দল বাড়ানো হয়েছে। ৬ দল নিয়ে মাঠে গড়াবে বিপিএলের ২০২৬ আসর। 

বুধবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসে আগামী বিপিএল সম্পর্কিত বিভিন্ন তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। সব ঠিক থাকলে আগামী ১৯ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের। তবে ১৭ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এরপর ১৬ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

বরাবরের মতো এবারের বিপিএলেও প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এবার নিলাম পদ্ধতিতে ফিরছে আয়োজকরা। প্রায় এক যুগ আগে বিপিএলে নিলাম পদ্ধতি চালু ছিল। তবে এরপর আর নিলাম পদ্ধতি দেখা যায়নি। অবশেষে ২০২৬ আসর দিয়ে আবারও সেই পদ্ধতিতে ফিরেছে বিপিএলের আয়োজক কর্তৃপক্ষ।



তবে বিপিএলের নিলাম ইতোমধ্যে একবার পিছিয়েছে আয়োজকরা। শুরুতে নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২১ নভেম্বর। তবে অর্থ সংক্রান্ত ও অন্যান্য জটিলতায় সেটা পিছিয়ে নেওয়া হয়েছে। মিঠু জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। রাজধানীর রেডিসন ব্লুতে বিকেল ৩টায় শুরু হবে এই অনুষ্ঠান।

বিপিএলের নিয়ম অনুসারে প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত ২ জন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে হবে। আর দেশি ক্রিকেটার কিনতে হবে ১২ জন। তবে নিলামের আগে সরাসরি চুক্তিতেও ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। সেক্ষেত্রে সর্বোচ্চ ২ জন বিদেশি ও ২ জন দেশি ২ ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট