ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে জমে উঠেছে ভারতের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির শীর্ষস্থান দখলের লড়াই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ৬৫ রান করে শীর্ষে থাকা রোহিত শর্মার কাছাকাছি পৌঁছে গেছেন বিরাট কোহলি।
আজ (বুধবার) যথারীতি প্রকাশ করা হয়েছে আইসিসির সাপ্তাহিক হালনাগাদ। ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছেন কোহলি। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রোহিত শর্মার চেয়ে মাত্র ৮ পয়েন্ট পিছিয়ে তিনি।
প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি ও এক ফিফটিসহ মোট ৩০২ রান করে সিরিজসেরা হয়েছেন কোহলি। আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই সিরিজে রোহিত-কোহলির র্যাঙ্কিংয়ের লড়াই জমে উঠতে পারে।
কোহলির উন্নতিতে এক ধাপ করে পিছিয়ে গেছেন কিউয়ি ব্যাটিং অলরাউন্ডার ড্যারিল মিচেল ও আফগান ব্যাটার ইবরাহিম জাদরান। তালিকার পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছেন যথাক্রমে ভারতের শুভমান গিল ও পাকিস্তানের বাবর আজম।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অধিনায়কের দায়িত্ব পাওয়া লোকেশ রাহুলেরও। দুই ধাপ এগিয়ে বর্তমানে ১২ নম্বরে রয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে এক ধাপ পিছিয়ে দশ নম্বরে চলে গেছেন শ্রেয়াস আইয়ার।
বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তালিকায় তৃতীয় নাম্বারে উঠে এসেছেন স্পিনার কুলদীপ যাদব।
উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে দুই ধাপ এগিয়ে ১৩ তম অবস্থানে রয়েছেন তিনি।
বাংলাদেশী ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন তাওহীদ হৃদয়। ৫৬৪ পয়েন্ট নিয়ে তালিকার ৩৩ নম্বরে অবস্থান করছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগান অলরাউন্ডার রশিদ খান, দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। দুই ধাপ পিছিয়ে পঞ্চমের অবস্থানে চলে এসেছেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। এক ধাপ এগিয়ে ১৫ তম অবস্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
পরিবর্তন হয়নি অলরাউন্ডার রাঙ্কিংয়ের শীর্ষস্থানেও, শীর্ষস্থান ধরে রেখেছেন আফগান পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা ও আরেক আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন বাংলাদেশী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৫/এআই