Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও থাকবে বিষণ্ণ, বাজবে না কোনো মিউজিক!

TEam bangladesh
বুক ভরা শোক নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সন্তানদের লাশ কাঁধে নিয়ে কাঁদছে পুরো জাতি। এই শোকের মধ্যেই আজ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। মাইলস্টোন ট্র্যাজেডির শোক নিয়ে মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচজুড়ে থাকবে শোকের আবহ। জাতীয় শোক দিবসের নানা আবহ থাকবে শেরে বাংলা স্টেডিয়ামে।

পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এই ম্যাচের সময় শেরে বাংলা এবং বিসিবির সবগুলো ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের জন্য বিশেষ প্রার্থনা করা হবে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। দুই দলের সকল ক্রিকেটার এবং স্টাফ কালো ব্যাজ পরবেন। এই ম্যাচের সময় কোনো মিউজিক বাজানো হবে না।


আরও পড়ুন :

» আমরা সবাই শোকাহত, এ জয় উৎসর্গ করলাম

» একজন বাবা হিসেবে এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি : সাকিব


প্রথম ম্যাচের পর মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হয়েছে। চার-ছক্কার টি-টোয়েন্টি ম্যাচে মিরপুরে রানের জন্য যুদ্ধ করতে হয় ব্যাটসম্যানদের। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটিও হয়েছে লো স্কোরিং। তবে এর দায় বেশিরভাগই পাকিস্তানের ব্যাটসম্যানদের। কৃতিত্ব বাংলাদেশের বোলারদের।

প্রথম ইনিংসে টাইগার বোলাররা গড়েছেন তিনটি রেকর্ড। প্রথম ম্যাচে মাত্র ১১০ রানে অল আউট হয়েছে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন স্কোর। এই ম্যাচে তিনটি রান আউটের শিকার পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এক ম্যাচে এর চেয়ে বেশি রান আউট করেনি এর আগে।

চার ওভারের স্পেলে মুস্তাফিজ মাত্র খরচ করেছেন মাত্র ৬ রান। নিয়েছেন দুইটি উইকেট। হিসেবি বোলিংয়ে বাংলাদেশের সবার ওপরে এখন মুস্তাফিজের নাম। মিপুরের উইকেট পেলেই দুর্বোদ্ধ হয়ে ওঠেন মুস্তাফিজ। জ্বলে ওঠে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও তার কাটার ম্যাজিক দেখার অপেক্ষায় টাইগার সমর্থকরা।

দ্বিতীয় ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। এর আগে কখনোই দুই বা তার বেশি ম্যাচের সিরিজে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার তাদের সামনে রেকর্ড গড়ার হাতছানি। শোকাবহ পরিবেশেই এই রেকর্ড গড়তে চাইবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট