
গত ২২ বছরে টানা দ্বিতীয়বার ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পাননি মেসি ও রোনালদো। মেসির পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য শোনা যায়নি। হয়তো তিনি এবিষয়ে কোন মন্তব্য করবেনও না।
তবে বরাবরের মতো রোনালদো ঠিকই লক্ষ্যবস্তু বানিয়েছেন ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীকে।
প্রীতি ম্যাচে গতকাল পর্তুগালে রিও আভেকের মুখোমুখি হয়েছিল রোনালদোর দল আল নাসর। ম্যাচটি ৪-০ গোলে জিতে নেয় আল নাসার। ম্যাচ শেষে স্পোর্ট টিভি পর্তুগাল’ রোনালদোর কাছে জানতে চেয়েছিল, এবার ব্যালন ডি’অর জিততে পারেন কে? রোনালদো এককথায় বলেন, ‘এটা আমার কাছে মনগড়া লাগে।’ অর্থাৎ ব্যালন ডি’অরের ওপর নিজের আস্থা হারানোর বিষয়টি বুঝিয়ে দেন।
রোনালদোর মুখে ব্যালন ডি’অর কর্তৃপক্ষকে নিয়ে সমালোচনা এই প্রথম নয়। গত বছর ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি এ পুরস্কার জয়ের পর বিস্ময় প্রকাশ করেছিলেন রোনালদো। তার মতে ওই পুরস্কারটি ভিনিসিয়ুসের জেতা উচিত ছিল।
দীর্ঘ ২২ বছর পর এবার দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অরের জন্য মনোনীতের তালিকায় নেই মেসি ও রোনালদো। আল নাসর তারকা বর্ষসেরার এ পুরস্কারে প্রথম মনোনয়ন পান ২০০৪ সালে। ২০০৬ সালে প্রথম মনোনয়ন পান মেসি।
আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে।
ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৫/এমএ
