Connect with us
ফুটবল

পর্তুগালকে জেতানোর পর ভক্তদের দুঃসংবাদ শোনালেন রোনালদো

Crifo Ronaldo portugal
আয়ারল্যান্ডকে হারানোর ম্যাচে দারুণ দুটি গোল করেছেন রোনালদো। ছবি- এসেনশিয়ালি স্পোর্টস

নক্ষত্রেরও পতন হয়, উত্তাল স্রোতও এক সময় স্তিমিত হয়। তাই প্রকৃতির নিয়ম মেনে থেমে যেতে হয় সবাইকে। ফুটবলবিশ্বে গত কয়েক বছর ধরে দাপট দেখানো রোনালদোও হয়তো থেমে যাবেন। নিশ্চুপ অটল দাঁড়িয়ে থাকবেন মাঠের বাইরে। হ্যাঁ, এমনটাই হতে যাচ্ছে অল্প কিছুদিন পর। আর এটা জানিয়েছেন স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই।

পর্তুগালের জার্সিতে আয়ারল্যান্ডকে হারানোর পর ফুটবলকে ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সিআর সেভেন। মঙ্গলবার (১১ জুন) তার জোড়া গোলে আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এই জয়ের মধ্য দিয়ে ইউরোর প্রস্তুতি সারল রোনালদোরা। আর এই ম্যাচ পরেই রোনালদো দিয়েছে দুঃসংবাদ।

ওই রাতে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। ডান দিক থেকে ব্রুনো ফের্নান্দেসের পাস বক্সে পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শট নেন ফেলিক্স। আইরিশ গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ায়। পরের দুটি গোল এসেছে রোনালদোর পা থেকে।

Cristiano Ronaldo means business ahead of Euro 2024 with double for Portugal | The Independent

আয়ারল্যান্ডের জালে ১০ মিনিটের ব্যবধানে দুইবার বল পাঠিয়েছেন রোনালদো। ছবি- ইন্ডিপেন্ডেন্ট

ম্যাচের ৫০তম মিনিটে চোখ ধাঁধানো গোল রোনালদোর। মাঝমাঠ থেকে নেভেসের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে দারুণ এক ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, একজনকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি। মিনিট দশের পর আবারও সেই রোনালদোর গোল। আবারও নজরকাড়া শটে জালে জড়ালেন বল।

৩-০ গোলে জয়ের পর ম্যাচ শেষে আল নাসরের এই উইঙ্গার জানান, ফুটবলে আমার আর বেশি বছর বাকি নেই, আমি এটাকে উপভোগ করে যেতে চায় যতদিন সম্ভব। প্রতিটা ম্যাচই আমার কাছে বিশেষ। পর্তুগালের জার্সিতে ইউরো খেলাটা স্বপ্নপূরণের মতো অনুভূতি, যেমনটা ছিলো ২০ বছর বয়সেও।

দেখতে দেখতে বয়সটা প্রায় ৪০ এর কোঠায় চলে এসেছে। হয়তো রোনালদো বলেই এখনো এই বয়সে মাঠ মাতাচ্ছেন। দুঃসময় আর অভাবের সঙ্গে যুদ্ধ করে শৈশব কাটানো রোনালদোর ফুটবল ক্যারিয়ারও ২২ বছর হতে চললো।

আরও পড়ুন: বৃষ্টিতে পণ্ড শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুবিধা হলো বাংলাদেশের

ক্রিফোস্পোর্টস/১২জুন২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল