Connect with us
ক্রিকেট

কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

The Asia Cup Rising Stars Tournament begins in Qatar; full schedule announced.
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। ছবি- সংগৃহীত

আগামী নভেম্বরের মাঝামাঝিতে কাতারে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ টুর্নামেন্ট। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল। যেখানে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

আসন্ন এই টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আটটি দল। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং চায়না।

অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তাদের ‘এ’ দল অংশ নেবে এই টুর্নামেন্টে। এছাড়া বাকি দুই প্রতিপক্ষ হলো সংযুক্ত আরব আমিরাত ও ওমান।



The Asia Cup Rising Stars Tournament full schedule

এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি। ছবি- এসিসি

আগামী ১৪ নভেম্বর পাকিস্তান ‘এ’ দল ও ওমানের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। একই দিন আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে ভারত ‘এ’ দল। পরদিন ১৫ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ আফগানিস্তান ‘এ’ দল। ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আফগানিস্তান ‘এ’-এর বিপক্ষে মাঠে নামবে টাইগার তরুণরা। এরপর ১৯ নভেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে লাল-সবুজের দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ২১ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ২৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। কাতারের দোহায় ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট