টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা আকাশচুম্বী। খেলার পাশাপাশি অর্থনীতিকেও দারুণভাবে প্রভাবিত করেছে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণ। টি-টোয়েন্টি এখন বৈশ্বিক বাণিজ্যিক শক্তিতে পরিণত হয়েছে, যা থেকে আয় হচ্ছে লাখ লাখ ডলার আয়।
যুক্তরাজ্যের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘ক্রিকেট ৩৬৫’ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে মূল্যবান সাতটি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির তালিকা প্রকাশ করেছে। যেখানে আইপিএলের ৩ ফ্রাঞ্চাইজির পাশাপাশি রয়েছে বাইরের ৪টি ফ্রাঞ্চাইজি।
তালিকার শীর্ষে রয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির বর্তমান বাজার মূল্য ১৫০ মিলিয়ন ডলার। মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি। ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন এই দলটি পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে সাথে দলটির রয়েছে বিপুল ভক্ত-সমর্থক। খেলায় ধারাবাহিক পারফরমেন্সের পাশাপাশি রোহিত শর্মা, জসপ্রিত বুমরা, সূর্যকুমার যাদবের মতো তারকা খেলোয়াড় দলের বাজারমূল্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আরেক আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। দলটির বর্তমান বাজার মূল্য ১৩৫ মিলিয়ন ডলার। চেন্নাই সুপার কিংস আইপিএলের সবচেয়ে আইকনিক ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেধীন দলটি চারটি আইপিএল শিরোপা জিতেছে। তাদের ভক্তরা ‘ইয়েলো আর্মি’ নামে পরিচিত।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আরও এক আইপিএল ফ্রাঞ্চাইজি। আইপিএলের সবচেয়ে গ্ল্যামারাস দল হিসেবে পরিচিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বর্তমান বাজার মূল্য ১২০ মিলিয়ন ডলার। ২০২৫ সালে প্রথম শিরোপা জেতার আগে আইপিএল ট্রফি অধরা থাকা দলটির সামাজিক যোগযোগমাধ্যমে বিপুল পরিমাণ অনুসারী রয়েছে।
৬৫ মিলিয়ন ডলার বাজার মূল্য নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি সিডনি সিক্সার্স। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) সফল দল সিডনি সিক্সার্স। একাধিক শিরোপা এবং চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে শক্তিশালী পারফরম্যান্সের কারণে তারা ফ্র্যাঞ্চাইজিটি বেশ জনপ্রিয়। অন-ফিল্ড সাফল্য, কর্পোরেট স্পনসরশিপ এবং ভক্তদের উপস্থিতি তাদের বাজারমূল্য বৃদ্ধিতে অবদান রেখেছে।
তালিকার পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার আরেক ফ্রাঞ্চাইজি মেলবোর্ন স্টারস। দলটির বর্তমান বাজার মূল্য ৬০ মিলিয়ন ডলার। সমর্থকদের পছন্দ, উচ্চপ্রোফাইল সাইনিং এবং কর্পোরেট সমর্থনের মাধ্যমে দলটি অর্থনৈতিকভাবে শক্তিশালী।
৪৫ মিলিয়ন ডলার বাজার মূল্য নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে ইংলিশ ফ্রাঞ্চাইজি ম্যানচেস্টার অরিজিনালস। ইংল্যান্ডের হান্ড্রেড টুর্নামেন্টে অংশ নেওয়া ম্যানচেস্টার অরিজিনালস নতুন হলেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক তারকা খেলোয়াড় এবং কৌশলগত পার্টনারশিপের মাধ্যমে তারা মানসম্পন্ন ব্র্যান্ড তৈরি করেছে।
তালিকার সপ্তম অবস্থানে রয়েছে পাকিস্তানি ফ্রাঞ্চাইজি লাহোর কালান্দার্স। দলটির বর্তমান বাজার মূল্য ৪০ মিলিয়ন ডলার। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তিন বারের চ্যাম্পিয়ন লাহোর ক্যালান্দার্সের ভক্তদের আগ্রহ-ভালোবাসা, উদ্ভাবনী বিপণন এবং অন-ফিল্ড সাফল্য বাজারমূল্য বাড়িয়েছে। গ্রাসরুট ক্রিকেটে বিনিয়োগ দলের ব্র্যান্ড শক্তি বৃদ্ধি করেছে এবং পাকিস্তানের ক্রিকেটিং পাইপলাইনে অবদান রেখেছে।
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/এআই