
টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে এক চমকপ্রদ লড়াইয়ে র্যাংকিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে ২৭তম র্যাংকিংয়ে থাকা জার্সি।
শুক্রবার (১১ জুলাই) হেগের ভোরবার্গ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর জয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে খেলার স্বপ্ন টিকে রইল জার্সির। এটি স্কটল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম জয়।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। মাত্র ৪৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি। জার্সির বোলার হ্যারিসন কার্লিয়ন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডকে কোণঠাসা করে দেন। নির্ধারিত ২০ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৩ রান।
আরও পড়ুন:
» ক্লাব বিশ্বকাপ ফাইনাল : চেলসি বনাম পিএসজি, সমীকরণে এগিয়ে যারা
» বাংলাদেশ বনাম পাকিস্তান : এক নজরে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
ব্যাট করতে নেমে জার্সি দুর্দান্ত শুরু করলেও খানিক পরেই ম্যাচে ফেরে স্কটল্যান্ড। জার্সির ইনিংসে হঠাৎ ধস নামে, মাত্র ২৯ রানে আরও ৪ উইকেট হারায় তারা। ১৬.৪ ওভারে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১০ রান, যা ম্যাচে চরম উত্তেজনা ফিরিয়ে আনে। চাপের মুখে ব্যাট হাতে নামেন বেঞ্জামিন ওয়ার্ড।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। দ্বিতীয় বলেই আউট হয়ে যান তিনি, যা জার্সির সমর্থকদের হৃদকম্পন বাড়িয়ে দেয়। কিন্তু শেষ বলে যখন জয়ের জন্য মাত্র এক রান দরকার, ঠিক সেই উত্তেজনাকর মুহূর্তে ডানফোর্ড এক রান নিয়ে দলকে ঐতিহাসিক জয় এনে দেন।
এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে স্কটল্যান্ড। অন্যদিকে, জার্সির বিশ্বকাপ স্বপ্ন এখনো টিকে আছে। তবে তাদের ভাগ্য এখন দিনের দ্বিতীয় ম্যাচের ওপর নির্ভরশীল। ইতালি-নেদারল্যান্ডস ম্যাচের ফলের ওপরই চূড়ান্তভাবে নির্ধারিত হবে জার্সির বিশ্বকাপ যাত্রা।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এসএইচএ
