নারীদের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় নারী ক্রিকেট লিগের ১৪তম সংস্করণের পর্দা উঠছে আজ। সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে লিগের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনিরুল ইসলাম।
টি–টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এই লিগে দেশের আটটি বিভাগীয় দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে বিকেএসপির মাঠে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ও ঢাকা বিভাগীয় দল।
দেশে নারী ক্রিকেটের বিকাশের জন্য এই প্রতিযোগিতাকে ভিত্তি হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় দল ও বয়সভিত্তিক দল গঠনের জন্য প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতেই এ লিগের আয়োজন করা হয় প্রতিবছর। তাদের লক্ষ্য, আমরা এই আয়োজনের মধ্য দিয়ে এমন কিছু প্রতিভা বের করে আনতে চাই যারা জাতীয় ক্রিকেটে প্রতিনিধিত্ব করবে। এই আয়োজনে আমরা প্রত্যেকটি বিভাগ থেকে সামর্থ্যবান খেলোয়াড়দের বের করে নিয়ে আসতে পারবো।
বিসিবির তথ্য অনুযায়ী, পুরো লিগের স্কোর ও বল–বাই–বল আপডেট পাওয়া যাবে ‘BCB Match Centre’ ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে। দর্শকরা মাঠে না গিয়েও অ্যাপের মাধ্যমে লাইভ স্কোর দেখতে পারবেন।
বিভিন্ন ক্রিকেট বিশ্লেষকরা মতে, নারীদের এই লিগ দেশের নারী ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করবে। এখানে পারফর্ম করা খেলোয়াড়রাই আগামী দিনে জাতীয় দলে জায়গা পাওয়ার পথে এগিয়ে থাকবেন।
এদিকে, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী দলের পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও ভারতে অনুষ্ঠিত হওয়া ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীরা আশানুরূপ ফলাফল করতে পারেনি তবুও ক্রিকেট বোর্ডের আশা, ঘরোয়া এই লিগ থেকেই আসবে পরবর্তী প্রজন্মের ব্যাটার, বোলার ও অল–রাউন্ডাররা, যারা ভবিষ্যতে জাতীয় দলের ভরসা হয়ে উঠবেন।
উল্লেখ্য, বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট লীগ বাংলাদেশের নারীদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা , যার প্রথম সংস্করণটি ২০০৬-০৭ সালে অনুষ্ঠিত হয়। প্রথমবার এটি ৫০ ওভারে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবছর এটি ২০ ওভারে অনুষ্ঠিত হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/টিএ