
ওভালে সিরিজ নির্ধারণী ওভাল টেস্টে মোহাম্মদ সিরাজের এক ভুলে ভারতের হাত থেকে ফসকে যায় ম্যাচ। সীমানারেখায় হ্যারি ব্রুকের ক্যাচ মিসের পর দ্বিতীয় সুযোগ পেয়ে সেঞ্চুরি তুলে নেন এই ইংলিশ ব্যাটার। হ্যারি ব্রুক ও জো রুটের সেঞ্চুরির পর জয়ের পথেই ছিল ইংল্যান্ড। তবে পঞ্চম দিনে সেই সিরাজই দুর্দান্ত বোলিং করে দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন।
সোমবার (৪ আগস্ট) ওভাল টেস্টের পঞ্চম দিনে শেষ মুহূর্তের নাটকীয়তায় ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছে ভারত। সফরকারীদের দেয়া ৩৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৬৭ রান তুলে গুটিয়ে যায় ইংল্যান্ড। এই জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এতে ২-২ সমতায় সিরিজটি ড্র হয়েছে।
গতকাল ওভাল টেস্টের চতুর্থ দিনেই পাওয়া যেত ম্যাচের ফলাফল। তবে আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে কারণে আগেভাগেই চতুর্থ দিনের খেলা সমাপ্ত হয়। চতুর্থ দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলেছিল ইংল্যান্ড। আজ পঞ্চম দিনে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল ৩৫ রান। আর ভারতের প্রয়োজন ছিল ৪টি উইকেট। তবে ভারতের জন্য ৪ উইকেট নিয়ে জয় তুলে নেওয়াটা বেশ অবিশ্বাস্য মনে হলেও শেষ পর্যন্ত সিরাজের আগুন ঝরানো বোলিংয়ের কল্যাণে সেটা সম্ভব হয়েছে।

নাটকীয় জয়ের পর উল্লাসে মাতেন শুবমান-সিরাজরা। ছবি- গেটি ইমেজেস
গতকাল ক্রিজে থাকা জেমি স্মিথ (২)* ও জেমি ওভার্টন (০)* আজ পঞ্চম দিনের ব্যাটিং শুরু করেন। এদের মধ্যে স্মিথই ছিলেন পরীক্ষিত ব্যাটার। তবে আজ কোনো রানই যোগ করতে পারেননি তিনি। দলীয় ৩৪৭ রানের মাথায় সিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার।
জেমি স্মিথ ফেরার পর আরো চাপে পড়ে যায় ইংল্যান্ড। এরপর দলটির শেষ ভরসা ছিল ওভার্টন। আর ৭ রান যোগ করার পর তিনি সিরাজের শিকার হন। দুর্দান্ত এক ডেলিভারিতে ওভার্টনকে এলবিডব্লিউর শিকার করে ফেরান সিরাজ। এতে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় স্বাগতিকরা।
এরপর নাটকীয়তায় যোগ দেন প্রসিদ্ধ কৃষ্ণা। ৩৫৭ রানের মাথায় জশ টাঙকে ফিরিয়ে ভারতকে জয়ের আরো কাছে নিয়ে যান তিনি। শেষ উইকেট ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। তখন গাস অ্যাটকিনসনকে সঙ্গ দিতে আসেন শেষ টেস্ট চলাকালেই ইনজুরিতে পড়া ক্রিস ওকস। হাতে ব্যান্ডেজ নিয়েই মাঠে আসেন তিনি।
তবে ওকসকে স্ট্রাইক দেননি অ্যাটকিনসন। একাই খেলে দলকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছিলেন। এই জুটিতে ১০ রান তুলে ৮৫তম ওভারে ইংল্যান্ডের রান দাঁড়ায় ৯ উইকেটে ৩৬৭। তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল আর মাত্র ৭ রান। এরপর বোলিংয়ে আসেন সিরাজ। প্রথম বলেই অ্যাটকিনসনের স্টাম্প উড়িয়ে দিয়ে ভারতকে নাটকীয় এক জয় এনে দেন এই তারকা পেসার।

ফাইফার নিয়ে জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ। ছবি- গেটি ইমেজেস
শেষ উইকেট তুলে জয় নিশ্চিতের মধ্য দিয়ে ফাইফার পেয়ে যান সিরাজ। এতে ম্যাচসেরার পুরস্কারটিও ওঠে তার হাতে। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা ৪টি এবং আকাশ দীপ একটি উইকেট শিকার করেন।
ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৫/বিটি
