ক্রিকেট মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেট অঙ্গনে। এই মৃত্যুকে ঘিরে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
নিজের স্ট্যাটাসে তামিম ইকবাল লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাকি ভাইয়ের আকস্মিক প্রয়াণে গভীর শোকে স্তব্ধ হয়ে আছি। ক্রিকেট মাঠে আমি নিজেও একই রকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, আজও সেই স্মৃতি বুক কাঁপিয়ে তোলে। আল্লাহর অশেষ রহমতে তখন বেঁচে গিয়েছিলাম, কিন্তু জাকি ভাই আমাদের মাঝ থেকে চিরতরে চলে গেলেন।
তিনি আরও লিখেছেন, আল্লাহ তাআলা যেন জাকি ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অসহনীয় বেদনা সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

উল্লেখ্য, শনিবার দুপুরে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি আসরে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করানোর সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন চলাকালীন তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জাকির হার্ট অ্যাটাক হয়েছিল। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জানা গেছে, হাসপাতালে নেওয়ার পথেই দেশবরেণ্য এই কোচের মৃত্যু হয়।
তার এমন আকস্মিক প্রয়াণে সতীর্থ, ক্রিকেটার ও ভক্তরা গভীর শোক জানিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৫/এনজি
